শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২০, ০৫:৩১ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২০, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরে আগুন পোহাতে গিয়ে আরও দুই নারীর মৃত্যু

নিউজ ডেস্ক : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় দুই নারী মারা গেছেন ।  নিহতরা হলেন, রংপুর নগরীর কোটার পাড়া এলাকার মৃত সাকির উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম (৯০) এবং নগরীর স্টেশন আলমনগর মহল্লার মানিক মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৮৫)।  বাংলা ট্রিবিউন

বার্ন ইউনিটের চিকিৎসক ডা. এম এ হামিদ পলাশ জানান, এই দুই নারী আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে ৪ জানুযারি বার্ন ইউনিটে ভর্তি হন। তাদের শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিলো। গত ১৫ দিনে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ৯ জন মারা গেছেন বার্ন ইউনিটে। এদের মধ্যে সাত জন নারী ও দুই জন শিশু।

এদিকে গত দুদিনে আরও তিন জন নারী দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছে। এদের মধ্যে একজনের শরীরের ৪৫ থেকে ৫০ ভাগ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বার্ন ইউনিটে ৩০ জন চিকিৎসাধীন আছেন।

গ্রামাঞ্চলের নারী ও শিশুরাই আগুন পোহাতে গিয়ে দগ্ধ হচ্ছেন বেশি। সে কারণে গরম কাপর পরিধান করা, আগুন না পোহানো এবং বৃদ্ধ ও শিশুদের যত তাড়াতাড়ি সম্ভব ঘুমাতে যাওয়া ও দেরিতে ঘুম থেকে ওঠার জন্য পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক। অনুলিখন : জহুরুল হক

  • সর্বশেষ
  • জনপ্রিয়