শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২০, ০৮:২১ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২০, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবাই নতুন বিয়ের শুভেচ্ছা জানাচ্ছে : সিদ্দিক

তন্নীমা আক্তার  : দীর্ঘ সময় অভিনয়ে নিয়মিত ছিলেন না ছোটপর্দার প্রিয় মুখ সিদ্দিকুর রহমান। মাঝে তার জীবনে ঘটে গেছে অনেক ঘটনা। ভালোবাসার মানুষ মারিয়া মিমের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। একমাত্র ছেলে আরশ হোসেনকে নিয়ে কাটছে তার দিন। এরই মধ্যে গতকাল মঙ্গলবার নিজের ফেসবুকে বিয়ের সাজে বেশকিছু ছবি পোস্ট করেন তিনি। তার পাশে বউ সেজে বসে আছেন অভিনেত্রী কাজল সুবর্ণ। জাগো নিউজ

এই ছবিকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ কমেন্ট ঘরে শুভকামনাও জানিয়েছেন তাকে। আবার কেউ কেউ সমালোচনাও করেছেন। এ ছবির ক্যাপশনে সিদ্দিক লিখেছেন, ‘মানুষ ভালোবাসার মানুষকে ছেড়ে বাবা-মার কথায় বিয়ে তো ঠিকই করে। তো পরে পরকীয়া কেন করে? শুধুই তিনটি জীবন নষ্ট।’

না, ছবির ক্যাপশন পড়েও ঠিক বোঝায় উপায় নেই, আসল ঘটনা কী? সিদ্দিক নিজেই জানান ছবির পেছনের গল্প। আবারও অভিনয়ে ফিরেছেন সিদ্দিকুর রহমান। তার নতুন নাটকের নাম ‘বউ পালালে বুদ্ধি বাড়ে’। নাটকটি রচনা করেছেন পথিক হাসান। পরিচালনা করছেন সোহাগ গাজী। গত ৭ জানুয়ারি থেকে রাজধানীর ৩০০ ফিট অঞ্চলে নাটকটির শুটিং চলছে।

সিদ্দিক জানান, নাগরিক টেলিভিশনে শিগগিরই প্রচার হবে চার পর্বের এই ধারাবাহিক নাটক। যার গল্প এগিয়েছে এক প্রবাসী যুবকের গল্প ঘিরে। নতুন বিয়ে করে বউকে দেশে রেখে সে বিদেশে পাড়ি দেয়। কয়েক বছর পর দেশে ফিরে দেখে তার বউ পালিয়ে গেছে। তারপর কী হয় দেখতে হবে নাটকেই। এর আগে সর্বশেষ হিমু আকরামের ‘শান্তি মলম দশ টাকা’ নামের একটা নাটকে অভিনয় করেছিলেন সিদ্দিক।

সিদ্দিকুর রহমান বলেন, ‘মজার ব্যাপার হলো নাটকের শুটিংয়ের ছবি ফেসবুকে পোস্ট করার পর থেকে অনেকেই আমাকে ফোন করে নতুন বিয়ের শুভেচ্ছা জানাচ্ছেন। ফেসবুকেও শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই। আসল কথা হলো প্রায় পাঁচ মাস পর শুটিংয়ে ফিরলাম ছবিটি এই নাটকেরই একটি দৃশ্যের। নতুন নাটকের শুটিং বেশ ভালোই চলছে। অনেক দিন থেকেই দর্শকরা আমাকে পর্দায় পাননি। এখন থেকে নিয়মিত অভিনয়ে থাকার চেষ্ট করবো।’

‘বউ পালালে বুদ্ধি বাড়ে’ নাটকে সিদ্দিকের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন কাজল সুবর্ণ। এতে আরও অভিনয় করেছেন শফিক খান দিলু, শামীম, সঞ্জীব সরকার প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়