শিরোনাম
◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২০, ০৮:০৪ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২০, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলেজছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগে থানায় মামলা

বাংলা ট্রিবিউন : কুড়িগ্রামকুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছে অভিযোগ এনে রাজারহাট থানায় একটি মামলা করেছেন তার বাবা। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজ ছাত্রীর নাম প্রতিমা রাণী ওরফে প্রিয়াঙ্কা (১৭)। তিনি উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের কিশামত নাখেন্দা এলাকার অমল চন্দ্র রায়ের মেয়ে।

মামলা সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি কলেজে যাওয়ার পথে জিতু চন্দ্র রায় (২৭) নামে এক তরুণ অজ্ঞাত কয়েক জনকে সঙ্গে নিয়ে প্রিয়াঙ্কাকে অপহরণ করে নিয়ে যায়। অভিযুক্ত জিতু গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ওই ছাত্রীর বাবা অমল চন্দ্র রায় বলেন, ‘জিতু চন্দ্র রায় আমার মেয়েকে মোবাইল ফোনে বিরক্ত করতো এবং তাকে বিয়ে এবং নানা ধরনের প্রস্তাব দিতো। বিষয়টি আমার মেয়ে পরিবারকে জানালে জিতু চন্দ্র ক্ষিপ্ত হয়ে তাকে জোর করে তুলে নিয়ে যায়। এক সপ্তাহ হয়ে গেলেও আমার মেয়ের কোনও খোঁজ পাচ্ছি না। আমি পুলিশের দ্বারস্থ হয়েছি। আমি মেয়েকে ফেরত চাই।’

ওসি বলেন, ‘নিখোঁজ তরুণীকে উদ্ধারে আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। প্রেমের সম্পর্কের কারণে নাকি জোর করে ওই ছাত্রীকে নিয়ে যাওয়া হয়েছে তা তদন্তে বেরিয়ে আসবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়