শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২০, ০৫:৩৪ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২০, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড়লেখায় টিলা কাটায় ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

স্বপন দেব, মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে টিলা কাটায় জড়িত থাকার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৫ ব্যক্তিকে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়। বুধবার সরেজমিনে এলাকা পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়ে নোটিশ প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বদরুল হুদা।

‘বড়লেখায় টিলা কেটে বিক্রি-হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র’ শিরোনামে একটি স্বচিত্র প্রতিবেদন ছাপা হলে সংশ্লিষ্ট বিভাগের টনক নড়ে এবং বুধবার পরিবেশ অধিদপ্তর ঘটনাস্থলগুলোতে এনফোর্সম্যান্ট কার্যক্রম পরিচালনা করে। আগামী ২৬ জানুয়ারী নোটিশ প্রাপ্তদের স্বশরীরে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ে হাজির হয়ে বিনা অনুমতিতে টিলা কাটার ব্যাপারে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

নোটিশ প্রাপ্তরা হলেন, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, চন্ডিনগর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুস সবুর, উত্তর শাহবাজুপর ইউপির করমপুর গ্রামের ললাই মিয়া, মৃত আয়াদ আলীর ছেলে আব্দুল জব্বার ও মৃত তরিক আলীর ছেলে বাহার মিয়া।

বড়লেখায় এনফেসম্যান্ট কার্যক্রম পরিচালনাকারী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক বদরুল হুদা জানান, নোটিশ প্রাপ্ত ব্যক্তিরা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ (সংশোধিত ২০০২) এর পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ করেছেন। বে-আইনীভাবে পাহাড় টিলা কর্তন করায় আগামী ২৬ জানুয়ারী অধিদপ্তরের সিলেটস্থ পরিচালকের কার্যালয়ে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়