শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২০, ০২:২৭ রাত
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২০, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে সড়কের কাজে ব্যাপক অনিয়ম

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার থেকে শমসেরনগর সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে গিয়ে সড়কের কাজে ব্যাপক অনিয়ম দেখে চরম ক্ষোভ প্রকাশ করলেন সংরক্ষিত আসনের সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন।

বুধবার দুপুরে তিনি শমসেরনগর সড়কের কাজ পরিদর্শনে যান। সে সময় স্থানীয় জনগণ এমপি’র কাছে নানা অভিযোগ করেন। তিনি এসব অভিযোগের সত্যতাও পান।

উপস্থিত জনসাধারণ ও সাংবাদিকদের নানা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি মৌলভীবাজার সওজের সহকারী প্রকৌশলী। আর ঠিকাদারকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

পরিদর্শনকালে সাংসদ জোহরা আলাউদ্দিনের কাছে এলাকার মানুষ অভিযোগ করেন, পুরনো পাথর ও নিম্নমানের ইট দিয়ে রাস্তায় কাজ করা হচ্ছে। ওই সময় রাস্তার পাশের ইট তুলে দেখা যায় এগুলো খুবই নিম্নমানের।

শমসেরনগর এলাকার সোহেল আহমদ অভিযোগ করেন, ‘পুরাতন পাথর দিয়ে কিভাবে নতুন রাস্তার কাজ হয়। কারণ নতুন বাজেট তো পুরাতন পাথরই থাকার কথা না। এই পর্যন্ত এই রাস্তা দিয়ে যতবার এসেছি। পুরাতন পাথর দিয়েই কাজ করতে দেখেছি।’

এ বিষয়ে মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন বলেন, ‘এখানে সওজ এর যিনি নির্বাহী প্রকৌশলী আছেন, তাকে ফোন দিলে তিনি নানা টালবাহানা করেন। ঠিকাদার তো ফোনই ধরেন না। আমি ঢাকায় গিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এরকম অনিয়ম চলতে দেয়া যায় না।

আমি বহু চেষ্টা চালিয়ে কাজটি পাস করিয়েছি। এখন সে কাজে অনিয়ম হবে তা কোনোভাবেই মেনে নেয়া হবে না।’ সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়