শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২০, ১২:০০ দুপুর
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২০, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলের বউকে পেতে নিজের ছেলেকেই খুন করলেন বাবা

অলক কুমার, টাঙ্গাইল প্রতিনিধি : অনেকেই নিজেদের পছন্দের স্বামী/স্ত্রী না পেলে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন, আবার অনেকেই স্বভাবগুণে এই সম্পর্কে নিজেকে জড়ান।

এমনই এক নির্দয়, নির্মম ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। নিজের পুত্রবধূর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন ৫২ বছর বয়সী আবু জাফর স্বপন নামের এক ব্যক্তি। এর পরের ঘটনা আরো ভয়াবহ। নিজের ছেলে হাবিবুল্লাহকে (২৫) খুন করিয়েছেন বাবা! এই অভিযোগে এরই মধ্যে পুলিশ তাকে গ্রেপ্তারও করেছে।

ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের মুলবাড়ি গ্রামে। উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের মুলবাড়ি গ্রামের আবু জাফর স্বপন। তার ছেলে হাবিবুল্লাহ (২৫) পেশায় একজন শিক্ষিত ক্ষুদ্র ব্যবসায়ী। সে ৮ মাস আগে কালিহাতী উপজেলার বেলটিয়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে ছবুরাকে বিয়ে করেন। বিয়ের কিছু দিন পর থেকেই শ্বশুর আবু জাফরের সাথে পুত্রবধূ ছবুরার অনৈতিক সম্পর্ক গড়ে উঠে। পিতা আবু জাফর নানা কৌশলে নব বিবাহিত ছেলে হাবিবুল্লাকে রাতে বাড়ির পাশের বাজারে দোকানে রাত্রিযাপনের জন্য পাঠিয়ে দিত। বিষয়টি হাবিবুল্লাহর সন্দেহ হয়।

এ অবস্থায় একদিন পিতার সাথে স্ত্রীর মেলামেশার দৃশ্য দেখে ফেলেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে স্ত্রীর সাথে তার মনমালিন্য হয়। এরপরও শ্বশুর ও পুত্রবধূর অনৈতিক সম্পর্ক চলতেই থাকে। এনিয়ে নিরব দুঃখ কষ্ট নিয়ে জীবন কাটায় হাবিবুল্লাহ।

পুত্রবধূর সাথে অনৈতিক সম্পর্ক ধরে রাখতে পিতা আবু জাফর নিজ পুত্র হাবিবুল্লাহকেই দুনিয়া থেকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করে। সে মোতাবেক গত ২৬ ডিসেম্বর রাতে ভাড়াটে খুনিদের কাছে হাবিবুল্লাহকে তুলে দেয়। কিন্তু তাদের পরিচয় বলতে পারেনি ছবুরা। সে রাত থেকেই নিখোঁজ হয় হাবিবুল্লাহ। নিখোঁজের চারদিন পর গত ৩০ ডিসেম্বর বিকেলে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগা গ্রামের আব্দুল লতিফের বাড়ির পাশে বাশঝাঁড়ে শরীরে জখম ও এক চোখ উপড়ে ফেলা অবস্থায় হাবিবুল্লাহর লাশ পাওয়া যায়। পরে নিহতের বাবা আবু জাফর অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ঘাটাইল থানায় হত্যা মামলা দায়ের করেন।

টাঙ্গাইলের চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৫ জানুয়ারি ১৬৪ ধারায় জবানবন্দি দেন নিহতের স্ত্রী ছবুরা বেগম। জবানবন্দিতে সে শ্বশুরের সাথে তার অনৈতিক সম্পর্ক থাকা এবং এ সম্পর্কে বাধা দেয়ায় স্বামী খুন হওয়ার কথা স্বীকার করেন। পরে পুলিশ গত ৬ জানুয়ারি হাবিবুল্লাহর পিতা আবু জাফর স্বপন (৫২)কে গ্রেপ্তার করেন। সম্পাদনা জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়