শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২০, ১১:২৫ দুপুর
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২০, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুশো-ফ্রাইলিঙ্ক নৈপূণ্যে কুমিল্লাকে সহজে হারিয়েছে খুলনা

রাকিব উদ্দীন : বঙ্গবন্ধু বিপিএলের ৩৭তম ম্যাচে নকআউট পর্ব নিশ্চিত করতে মুখোমুখি কুমিল্লা ওয়ারিয়র্স ও খুলনা টাইগার্স। মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লার অধিনায়ক ডেভিড মালান। রুশোর ৭১ রানে ভর করে ১৭৯ রান করতে সক্ষম হয় মুশফিকের খুলনা। জবাবে ব্যাট করতে নেমে ১৪৫ রানে অলআউট হয় কুমিল্লা। খুলনার হয়ে বল হাতে ৫ উইকেট নেন রবি ফ্রাইলিঙ্ক। ফলে ৩৪ রানের বড় জয় নিয়ে প্লে-অফের রাস্তা প্রশস্ত করে মুশফিকুর রহিমদের খুলনা টাইগার্স।

মির পুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করে খুলনার দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ। সাত ওভারের মধ্যে অর্ধশত রানের জুটি গড়েন তারা। দুজন উদ্বোধনী জুটিতে তুলে ৭১ রান। ৩৮ রান করে শান্ত ফেরার পর ৩৯ রান করে বিদায় নেন মিরাজও। এরপর ব্যাট করতে নেমে হাফ সেঞ্চুরি তুলে নেন রুশো। অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে ৮৫ রানের হার না মানা জুটি গড়ে দলের হাল ধরেন তিনি। শেষপর্যন্ত ছয়টি চার ও চারটি ছক্কায় ৩৬ বলে ৭১* রান করেন তিনি। মুশফিক করেন ১৭ বলে ২৪* রান।

১৮০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩১ রানের মধ্যেই দুই উইকেট হারায় কুমিল্লা। ভ্যান জিলকে (১২) ফেরান রবি ফ্রাইলিঙ্ক। শফিউল ইসলামের দুর্দান্ত একটি ক্যাচে বিদায় নেন তিনি। এ দিন সুবিধা করতে পারেননি ডেভিড মালান। কুমিল্লার অধিনায়ক মাত্র এক রান করে শফিউলের বলে বিদায় নেন। তারপর দলের রানের খাতায় ৫১ রান যোগ করেন সৌম্য সরকার এবং সাব্বির রহমান। ২২ রানে সৌম্য ফিরলেও আগ্রাসী ভঙ্গিতে হাফ সেঞ্চুরি তুলে নেন সাব্বির রহমান। সাব্বিরকে সঙ্গ দিতে ব্যর্থ হন মাহিদুল ইসলাম অংকন (০)। ১৫ ওভারের শেষ বলে ফিরে যান সাব্বিরও। বিদায় নেয়ার আগে ৩৯ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৬২ রান করেন তিনি। শেষদিকে ইয়াসির আলী রাব্বির ১৫ বলে ২৭ এবং ডেভিড ভিসের ৮ বলে ১০ রান কেবল পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়