শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২০, ০৪:৪৬ সকাল
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২০, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐশীর পাশে দীপিকা পাড়ুকোন, তার সিনেমা বাতিলের দাবি বিজেপি নেতার

রাশিদ রিয়াজ : মঙ্গলবার রাতে জওহার লাল নেহেরু ক্যাম্পসে (জেএনইউ) মারধরের ঘটনায় ঐশী ঘোষ-সহ আহত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করলেন দীপিকা। বলিউডের প্রথম সারির অনেক অভিনেতা-অভিনেত্রীই ওই ঘটনায় সরব হয়েছেন, কিন্তু অভিনেত্রী দীপিকা একেবারে আক্রান্তদের পাশে গিয়ে দাঁড়ালেন। এঘটনায় দীপিকার বিরুদ্ধে বিজেপি নেতা তাজিন্দর পাল সিং বা¹া ট্যুইটারে ক্ষোভ জানিয়ে লিখলেন ‘টুকড়ে টুকড়ে গ্যাং আর আফজাল গ্যাংকে সমর্থন করার জন্য দীপিকা পাড়ুকোনের সিনেমা ব্যান করুন।’ টাইমস অব ইন্ডিয়া/এনডিটিভি

এর আগে দীপিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আমরা যে নিজেদের মত তুলে ধরতে ভয় পাইনি, সে জন্য আমি গর্বিত। কী হতে পারে, এটা না-ভেবে যে আমরা নিজেদের বক্তব্য তুলে ধরছি, এটা সত্যিই খুব দৃষ্টান্ত। ফিল্মমেকার সৃজিত মুখোপাধ্যায় দীপিকার এ পদক্ষেপকে স্যালুট জানিয়ে লিখছেন, ‘বেপরোয়া মাস্তানি, কুর্নিশ’। দীপিকাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী এবং ফিল্মমেকাররা।

তবে চোখরাঙানির এই প্রথম নয়! এ যেন দীপিকা পাড়ুকোনের কাছে জলভাত। দীপিকার 'পদ্মাবত' ছবিটির জন্য করণী সেনার হুমকি সহ্য করতে হয়েছিল দীপিকা, রণবীর এবং ছবির পরিচালক সঞ্জয় লীলা বন্সালীকে। সেই সব শাসানি, চোখরাঙানিকে বুড়ো আঙুল দেখিয়েই দীপিকা পাড়ুকোনের 'পদ্মাবত' ছবিটি ৫৮৫ কোটি টাকার উপরে ব্যবসা করেছিল।

রোববার সন্ধ্যায় লোহার রড, ব্যাট, অ্যাসিড নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে হামলা চালায় এবিভিপি-র সন্ত্রাসীরা। ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের মাথা ফেটে যায়, পাঁচটি সেলাই দিতে হয়েছে। ঐশী ঘোষের মা শর্মিষ্ঠা ঘোষ উদ্বেগ প্রকাশ করে বলছেন, মেয়েকে হোস্টেলে রাখার ব্যাপারে ভাবনাচিন্তা করতে হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় জেএনইউ-তে হামলার প্রতিবাদে দুর্গাপুরের মিছিলে যোগ দেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়