শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২০, ০৫:০৯ সকাল
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২০, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় সাকিব-জামাল-রোমান

নিজস্ব প্রতিবেদক : প্রতিবারের মতো এবারও বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ)। এই পুরস্কারকে সামনে রেখে বাংলাদেশের তিনজন সেরা ক্রীড়াবিদকে মনোয়ন দিয়েছে তারা।

এই তিনজন হলেন ক্রিকেটার সাকিব আল হাসান, আরচার রোমান সানা এবং বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

‘কুল-বিএসপিএ’ অ্যাওয়ার্ডে লড়াই হবে মূলত, বর্ষসেরা ক্রীড়াবিদের এই তালিকায়ই। কারণ এখানেই রয়েছেন একাধিক প্রতিযোগী। চ্যাম্পিয়ন এবং রানারআপ নির্বাচন করা হবে ভোটাভুটির মাধ্যমে। ভোট দেয়া যাবে  www.bspa.com.bd এই লিংকে গিয়ে। ভক্ত-সমর্থকদের ভোটেই নির্বাচিত করা হবে বর্ষসেরা ক্রীড়াবিদ কে হতে যাচ্ছেন। ভোট দেয়া যাবে ১০ থেকে ২০ জানুয়ারির মধ্যে।

ভোটাভুটির সুযোগ রয়েছে আরও একটি জায়গায়। পপুলার চয়েস অ্যাওয়ার্ড। ভক্ত-সমর্থকদের ভোটের ভিত্তিতে পপুলার চয়েস অ্যাওয়ার্ড পুরস্কারের জন্য নির্বাচন করা হবে একজনকে। ছয় ক্রীড়াবিদসহ সাতটি অপশন থাকছে সমর্থকদের ভোট দেয়ার জন্য।

এই দুটি জায়গা ছাড়া বাকি স্থানগুলোর জন্য বর্ষসেরা ক্রীড়াবিদ কে হচ্ছেন, সেটা নির্ধারণ হয়েছে ইতিমধ্যে। বর্ষসেরা ক্রিকেটার হলেন সাকিব, ফুটবলার জামাল ভূঁইয়া, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত, আরচার রোমান সানাসহ প্রমুখ।

নিষিদ্ধ সাকিবকে কেন পুরস্কারের মনোনয়নের তালিকায় রাখা হলো? এ প্রশ্নের জবাবে বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন বলেন, ‘পারফরম্যান্সের ভিত্তিতেই এই নামগুলো মনোনয়ন দেয়া হয়েছে। সাকিব আল হাসানের নাম দেয়া হলো এ কারণে যে পারফরম্যান্সগুলো মূল্যায়ন করে, সেগুলো তিনি নিষিদ্ধ হওয়ার আগেই করেছিলেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়