শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২০, ০৪:২৮ সকাল
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২০, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রোটিয়াদের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ফিরলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : কেপ টাউন টেস্টে অনেক নাটকীয়তার জন্ম দিয়েছে। শেষপর্যন্ত সেই নাটকে জয়ী হয়েছে সফরকারী ইংল্যান্ড। স্বাগতিক দল দক্ষিণ আফ্রিকাকে ১৮৯ রানের বড় ব্যধানে হারিয়ে তিন ম্যাচ সিরিজের সমতায় ফিরেছে ইংলিশরা। এর আগে প্রথম ম্যাচ জয়ে এগিয়ে ছিলো প্রোটিয়ারা।

জিততে হলে টেস্টে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়তে হতো দ.আফ্রিকাকে। সেই আশা অবশ্য অনেক আগেই হাওয়ায় মিলিয়েছিলো। তবে ৩ উইকেট হাতে নিয়ে শেষ ঘণ্টায় ম্যাচ জমিয়ে দেয় প্রোটিয়ারা। স্বপ্ন দেখতে থাকে ড্রয়ের। এমন সময় তিনটি উইকেটই তুলে নেন বেন স্টোকস। অলরাউন্ড পারফরম্যান্সে যিনি এই ম্যাচের নায়ক। ৪৩৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৪৮ রানে থামে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস।

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস যখন গুটিয়ে যায় তখন খেলার বাকি ছিলো আর মাত্র ৮.২ ওভার। শেষ ব্যাটসম্যান হিসেবে ভারনন ফিল্যান্ডারকে (৮) ফেরানোর আগে পর পর দুই বলে ডোয়ানে প্রিটোরিয়াস (০) ও আনরিক নর্তিয়ে (০) ফিরিয়ে দেন স্টোকস। নাটক শেষে তাতে জয় ইংলিশদের।

এর আগে ২ উইকেটে ১২৬ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য এদিন আরো ৩১২ রান লাগতো তাদের। ওপেনার পিটার মালানের ৮৪ রানের ইনিংসে ড্রয়ের স্বপ্ন উঁকি দিতে থাকে স্বাগতিকদের। এ ছাড়া কুইন্টন ডি কক দারুণ লড়াই করে করেন ৫০ রান। কিন্ত শেষ হাসি হাসতে পারলো না তারা। ফলে পরাজয় গ্লানি নিয়ে মাঠ ছেড়েছে প্রোটিয়ারা।

পোর্ট এলিজাবেথে দুই দলের তৃতীয় ম্যাচ শুরু হবে ১৬ জানুয়ারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়