শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২০, ০৩:০৯ রাত
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২০, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীকে বড় ব্যবধানে হারিয়ে শীর্ষে চট্টগ্রাম

শিউলী আক্তার : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চূড়ান্ত পর্বের দ্বিতীয় ম্যাচের লড়াইটা ছিলো পয়েন্ট তালিকায় থাকা শীর্ষ ও দ্বিতীয় স্থানের মধ্যে। জয়ে সেরা দুইয়ের দৌড়ে এক ধাপ এগিয়ে যাওয়ার। সেই লক্ষ্যে মুখোমুখি হয়েছিলো রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যেখানে রাজশাহীকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে আবার শীর্ষে উঠে গেলো চট্টগ্রাম।

ম্যাচে আগে ব্যাট করে চট্টগ্রামের সামনে ১৬৭ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয় রাজশাহী। এই লক্ষ্য টপকাতে নেমে ব্যাটিং দানব ক্রিস গেইলকে নিয়ে ইনিংস শুরু করতে আসেন লেন্ডল সিমন্স। এবারের আসরে প্রথমবারের মতো খেলতে এসে দুর্দান্ত শুরু করেন গেইল। কিন্তু বেশি দূর যেতে পারেননি।
কামরুল ইসলাম রাব্বির বলে ২৩ রান করে ফেরেন তিনি। এরপর সিমন্সের সাথে ইনিংস মেরামতের কাজ করেন ইমরুল কায়েস। উইকেটে এসেই কিছুটা আগ্রাসী হয়ে উঠেন তিনি। কম যাননি সিমন্সও, ৪২ বলে নিজের ফিফটি তুল নেন ডানহাতি ব্যাটসম্যান। পরে রান আউটে কাটা পড়েছেন ৫১ রান করে। খানিক পরে ৪ রানে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকে সাজঘরের পথ দেখান ফরহাদ রেজা।

মাত্র ৩১ বলে টুর্নামেন্টে নিজের চতুর্থ অর্ধশতক তুলে নেন ইমরুল। শেষপর্যন্ত অপরাজিত থাকেন ৬৭ রান নিয়ে। এর ফলে ৭ উইকেটে জয়ের পাশাপাশি রাজশাহীকে টপকে টেবিল সেরা হয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এর আগে টসে হেরে রাজশাহীর হয়ে ইনিংস শুরু করতে আসেন দুই ব্যাটসম্যান আফিফ এবং লিটন দাস। ইনিংসের দ্বিতীয় ওভারে মাত্র ৯ রান করে পেসার রুবেল হোসেনের বলে আউট হন আফিফ। সুবিধা করতে পারেননি উইকেটরক্ষক ব্যাটসম্যান ইরফান শুক্কুরও। রান আউটের ফাঁদে পড়েছেন ১৮ রান করে।

এরপর শোয়েব মালিককে নিয়ে দলের হাল ধরেন লিটন। ৪০ বলে ফিফটি পূরণ করে ইনিংসটাকে আর বেশি টানতে পারেননি তিনি। ৫টি চারের সাথে ২টি ছক্কার সাহায্যে আউট হওয়ার আগে ৪৫ বলে ৫৬ রান করেন ডানহাতি এ ব্যাটসম্যান। লিটনের আউটের পর ২০ রান করা রাসেলের সাথে রবি বোপারাকেও ফেরান রুবেল।

শেষদিকে মালিকের ২৮ রানের সাথে ফরহাদ রেজার ৮ বলে ২১ রানের ঝড়ো ইনিংসের কল্যাণে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রানের পুঁজি দাঁড় করে রাজশাহী রয়্যালস। চট্টগ্রামের হয়ে মাত্র ২০ রান খরচায় ৩ উইকেট নেন রুবেল হোসেন। সমান ৩ উইকেট নিতে মাত্র ১৮ রান ব্যয় করেন জিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়