শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবি’র ছাত্রী ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন এক তরুণ সনাক্ত, গ্রেপ্তারের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে আজ

মাজহারুল ইসলাম ও সুজন কৈরী : রাজধানীর বিমানবন্দর সড়কের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে চিহ্নিত করা গেছে। ঘটনাস্থলের পাশ থেকে উদ্ধারকৃত দুটি সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত চলছে। ইতোমধ্যে ৩ জনকে নজরদারিতে রাখা হয়েছে। সম্ভাব্য সেই ধর্ষক বর্তমানে আইনশৃঙ্খলাবাহিনীর নজরদারিতে রয়েছে। যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হবে। এরপর তাকে বা তার ছবি ঘটনার শিকার ওই ছাত্রীকে দেখিয়ে ধর্ষণের সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করা হবে। এরইমধ্যে সন্দেহভাজন ধর্ষকের ছবি সংগ্রহ করা হয়েছে। তার বাসা রাজধানীর কুড়িল এলাকায়।

জানা যায়, গতকাল বিকেলে সম্ভাব্য এ ধর্ষককে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কুড়িল বাজার এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়েছে। তবে তাকে গ্রেপ্তার করা গেছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। গত রাত ১টা পর্যন্ত পুলিশ বা র‌্যাবের কোনও কর্মকর্তা তাকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেননি। তবে র‌্যাবের একটি সূত্র নিশ্চিত করেছে, খুব অল্প সময়ের মধ্যেই ধর্ষককে আইনের আওতায় নেয়া সম্ভব হবে। আজ সকালে গ্রেপ্তারের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

পুলিশের ধারণা, চিহ্নিত ব্যক্তি একজন পেশাদার অপরাধী। গাড়ি চালানোর আড়ালে সে নানা অপরাধ করে থাকে। তবে এসব তথ্যের ব্যাপারে পুলিশ, ডিবি বা র‌্যাব কর্মকর্তাদের আনুষ্ঠানিক কোনও ভাষ্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে গতরাতে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ধর্ষণের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে এমনটি বলার মতো পরিস্থিতি এখনও হয়নি, তবে অল্প সময়ের মধ্যে জড়িত ধর্ষককে গ্রেপ্তার করা সম্ভব হবে।

গতরাতে র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল শাফি উল্লাহ বুলবুল বলেছেন, ৩ জনকে সনাক্ত করে নজরদারিতে রাখা হয়েছে। এদের মধ্যেই একজন ধর্ষক। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ, ভিকটিমের শনাক্ত এবং আলামত বিশ্নেষণের পর ধর্ষকের বিষয়ে নিশ্চিত করে বলা যাবে। তিনি বলেন, আজ সকালের মধ্যেই ধর্ষককে গ্রেপ্তার করা হবে।
ডিবির দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার পর পরই ছায়াতদন্ত শুরু করা হয়েছে। আলামত বিশ্নেষণ, ঘটনার শিকার ছাত্রীর ভাষ্য ও প্রযুক্তিগত তদন্তে এক তরুণকে শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সেই ধর্ষক। তাকে গ্রেপ্তারের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, মামলার এজাহারে বলা হয়, ধর্ষণকারীর উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। গায়ের রং শ্যামলা। মাথার চুল ছোট। পরণে জিনসের পুরোনো ফুলপ্যান্ট। গায়ে কালো রঙের ফুলহাতা জ্যাকেট ও পায়ে স্যান্ডেল ছিলো। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। তার সামনের দুটি দাঁত নেই। সম্পাদনা : আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়