শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২০, ০৩:৩২ রাত
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২০, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় গড়াই নদী ভাঙ্গনে হুমকির মুখে আশ্রয়ন প্রকল্প ও শহর রক্ষা বাঁধ

আব্দুম মুনিব, কুষ্টিয়া : কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদীর ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে আশ্রয়ন প্রকল্প ও খোকসায় শহর রক্ষা বাঁধ। ভাঙ্গন কবলিত উপজেলার ওসমানপুর আশ্রয়ন প্রকল্পসহ নদী তীরের কয়েশ পরিবার আশ্রয়হীন হতে চলেছে। গত দুই সপ্তাহে প্রায় ৫০ বিঘা জমি বিলীন হয়ে নদী গর্ভে চলে গেছে বড় বড় গাছ। এই আশ্রয়ন প্রকল্পে ৩০টি ভূমিহীন পরিবারের কয়েকশ মানুষ বসবাস করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পদ্মার অন্যতম প্রধান শাখা গড়াই নদীর নাব্যতা কমে যাওয়ায় নদীর খোকসা এলাকার বেশি ভাগ অংশে চর পড়ে শুকিয়ে গেছে। শুস্ক মৌসুম শুরুর সাথে সাথে উপজেলার শহর রক্ষা বাঁধ ও ওসমানপুর আশ্রয়ন প্রকল্প এলাকায় গড়াই নদীতে ব্যাপক নদী ভাঙ্গন শুরু হয়।

তিনদিন আগে হঠাৎ বৃষ্টিতে প্রকল্পের কমিউনিটি সেন্টারের নিচের মাটি নদীতে ধসে যায়। প্রায় ৫০ ফুট লম্বা টিন সেড পাকা ঘরটি নদীর মধ্যে ঝুলছে। নদী ভাঙ্গন কবলিত এ আশ্রয়ন প্রকল্পে ৩০টি ভুমিহীন পরিবারের কয়েকশ মানুষ বসবাস করছেন। একইভাবে খোকসার শহর রক্ষা বাঁধের দুই পাশের চরে বসবাসকারী কয়েকশ পরিবার নদী ভাঙ্গনের কবলে পড়েছেন। নদী ভাঙ্গনের তীব্রতা বাড়ায় কয়েক হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পরার আশঙ্কা দেখা দিয়েছে।

নদী ভাঙ্গন চরম আকার ধারণ করায় উপজেলা প্রশাসনের কর্মকর্তারাসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিন্তু ভাঙ্গন ঠেকাতে কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে আশ্রয়নের বাসিন্দারা অভিযোগ করেন।

পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নিবাহী প্রকৌশলী পিযুষ কৃষ্ণ কুন্ডু বলেন, গড়াই নদীর পানি প্রবাহ বেশী থাকায় ওসমানপুর আশ্রয়ন প্রকল্প এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন রোধে জিও ব্যগ ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কবে নাগাদ কাজ শুরু করা হবে তা বলতে পারেনি এই কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তা বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরিদর্শন করে গেছেন। ভাঙ্গন ঠেকাতে তারা দ্রæত ব্যবস্থা নেবেন। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়