শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২০, ০২:২০ রাত
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২০, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাড় হিম বাতাসে বিপর্যস্ত জনজীবন

আসিফ কাজল: মঙ্গলবার থেকে রাজধানীসহ সারাদেশে বইছে হিমেল বাতাস। সকাল থেকে দুপুর পর্যন্ত পড়েছে কুয়াশা।যা আজও অব্যাহত থাকবে। এছাড়াও বৃহস্পতিবার থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার ঢাকর সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ১৮.২ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়াবিদরা জানান, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কম থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে।

এদিকে ব্যস্ত নগরে হিমেল বাতাসে বিপর্যস্থ হয়ে পড়েছে জনজীবন।রাজধানীতে রাত ৮ টার পরে নাগরিক চলাচল কমে গেছে।প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না সাধারণ মানুষ। কনকনে ঠাণ্ঠায় বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। দেশের হাসপাতালগুলোতে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজশাহী, রংপুর, পাবনা, কুড়িগ্রাম, যশোর, গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আজ আরও কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের উপস্থিতি দেখা যাবে। মঙ্গলবার পঞ্চগড়ের তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সারাদেশে তাপমাত্রা প্রধানত শুষ্ক থাকবে। বুধবার দিনের চেয়ে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়