শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২০, ০২:১০ রাত
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২০, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম সমাবর্তন উপলক্ষে উৎসবমুখর জবি

রকি আহমেদ, জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম সমাবর্তন উপলক্ষে উপহার সামগ্রী নিতে সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে জবি ক্যাম্পাস। জবির প্রথম এ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ থেকে নবম ব্যাচ পর্যন্ত প্রায় ১৯ হাজার গ্রাজুয়েটদের উপহার সামগ্রী বিতরণের মঙ্গলবার প্রথম দিনে (৭ জানুয়ারি) ক্যাম্পাস উৎসবমুখর হয়ে উঠেছে।

জানা যায়, ৭ জানুয়ারি (মঙ্গলবার) হতে ১০ জানুয়ারি (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের উপহার সামগ্রী শিক্ষার্থীদেরকে নিজ নিজ বিভাগ হতে সংগ্রহ করার ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবার উপহার সামগ্রী গ্রহণের প্রথমদিনেই ক্যাম্পাসে সাবেকদের উপস্থিতি সকলের নজর কেড়েছে। কেউ সদ্য স্নাতক শেষ করেছেন কেউবা শেষ করেছেন প্রায় একদশক পূর্বে। প্রায় দশকখানেক শেষে দেখা হচ্ছে পুরনো বন্ধু, সিনিয়র-জুনিয়র এবং প্রিয় বিভাগের সাথে।

সমাবর্তনের বার্তা শোনার পর হতে প্রত্যেকেই মুখিয়ে ছিলেন পুরনো বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠতে, ক্যাম্পাসের পুরনো স্মৃতিগুলো আরো একবার ঝালিয়ে নিতে। যার ফলশ্রুতিতে নিজ বিভাগ হতে উপহারসামগ্রী গ্রহণের পর হাস্যোজ্জ্বল সাবেকদের ক্যাম্পাসের বিভিন্ন অংশে বিভিন্ন উচ্ছ্বসিত অঙ্গভঙ্গিতে ছবি তুলতে দেখা গিয়েছে। সাবেক-বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় প্রাণবন্ত হয়ে উঠেছে জবি ক্যাম্পাস।

সমাবর্তন সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৬ম ব্যাচের মেহেদি হাসান বলেন, "আমরা ইতিহাসের সাক্ষী হতে চলেছি। আমরা আনুষ্ঠানিকভাবে সনদ পেতে যাচ্ছি এবং সেটাও আবার জবির প্রথম সমাবর্তন। একই ব্যাচের রসায়ন বিভাগের ফজলে রাব্বি বলেন, এ সমাবর্তন আমাদের পুরাতন সুসময় স্মৃতিকে জাগিয়ে তুলেছে। এ সমাবর্তন পুরাতন বন্ধুদের মিলনমেলা তৈরি করেছে। সেই সাথে এই সমাবর্তন আমাদের সামনের দিনগুলোর জন্য অনুপ্রেরণা জুগাবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ১১ই জানুয়ারি (শনিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধুপখোলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে সমাবর্তনকে ঘিরে সকল প্রস্তুতি শেষ করেছে জবি প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়