শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২০, ০২:০১ রাত
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২০, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ঘণ্টা তালাবন্ধ

শিমুল মাহমুদ : প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে ছাত্রদলের বহিষ্কৃত নেতারা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকে তালা দেয়।

কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে ১০/১৫ জন নেতাকর্মী এই ঘটনা ঘটায়।

সূত্র আরো জানায়, প্রায় এক ঘণ্টা তালা বন্ধ থাকার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর অনুরোধে পরে জিসান তালা খুলে দেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাবি ছাত্রদলের জিসান বলেন, কোন প্রকার কারণ দর্শাও নোটিশ ছাড়া আমাদের বহিষ্কার করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানিয়েছি। এক ঘণ্টা যাবত তালাবন্ধ করে রেখেছিলাম।পরবর্তীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ আমাদের আশ্বস্ত করেন আমাদের বিষয়টি বিবেচনা করা হবে। তার আশ্বাসের প্রেক্ষিতে আমরা তালা খুলে দেই।

বিক্ষুব্ধ নেতাকর্মীদের কয়েকজন জানায়, ছাত্রদলের ইতিহাসে এই প্রথম কোনো নেত্রীকে অগণতান্ত্রিক উপায়ে বহিষ্কার করা হয়েছে। অথচ কুমিল্লা উত্তর জেলা বিএনপি'র সভাপতি মঞ্জুরুল আহসান মুন্সী অনেকেই আছেন যাদের কারণ দর্শাও নোটিশ একাধিকবার দিয়েও জবাব পাওয়া যায় না । দল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। আর আমরা রাজপথের আন্দোলন সংগ্রামে পুলিশি নির্যাতন সহ্য করেছি। এখন দলের নির্যাতন সহ্য করতে হচ্ছে। তাই আমরা কার্যালয়ে তালা বন্ধ করে প্রতিবাদ করেছি।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি জিসান সহ ছাত্রদলের চারজনকে কোন প্রকার কারণ দর্শাও নোটিশ ছাড়াই বহিষ্কার করা হয়। বহিষ্কৃতদের মধ্যে অন্যরা হলেন কেন্দ্রীয় সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাদিয়া পাঠান পাপন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা, ঢাকা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এইচ এম রাশেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়