শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ১১:৪৫ দুপুর
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে কবি নজরুল কলেজে মানববন্ধন

যায়েদ হোসেন: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রীর ধর্ষণকারীকে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগসহ সর্বস্তরের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৭ জানুয়ারি ) কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা পোষণ করে কবি নজরুল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িত মানুষরূপী পশুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার করা হবে বলে আমরা আশা করি।

অধ্যক্ষ আরো বলেন,কলেজে ছাত্রীদের নিরাপত্তার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে যার প্রধান একজন শিক্ষিকা। কলেজর কোনো ছাত্রী যদি কোন ছাত্রনেতা,শিক্ষক,শিক্ষার্থী দ্বারা কোনো রকম কোনো হয়রানির শিকার হয় তাহলে অবশ্যই অভিযোগ করবে।কমিটি এর বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, রাস্তা থেকে তুলে নিয়ে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আমরা উদ্বিগ্ন। এই ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতার করাসহ যথাযথ শাস্তির লক্ষ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি সারাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এসময় কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মী,সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়