শিরোনাম

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ১১:৪০ দুপুর
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে দক্ষিণ সিটি ২৪ ঘণ্টা কাজ করবে, বললেন তাপস

সমীরণ রায় : মঙ্গলবার রাজধানীর ঢাকা মহানগর নাট্যমঞ্চে আওয়ামী যুবলীগ আয়োজিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর সমর্থনে নির্বাচন পরিচালনা কমিটির সভায় ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, ঢাকা দক্ষিণ সিটিতে বৃহত্তর পরিসরে কাজ করার সুযোগ রয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ রূপান্তরিত হবে। সে জন্য ঢাকাকে উন্নত রাজধানী গড়ে তুলতে দক্ষিণের মেয়র প্রার্থী হয়েছি। কারণ অনেক সময় পেরিয়ে গেছে। ঢাকা এখন দুষণের নগরী হয়ে গেছে। যেখানে আমাদের সন্তানরা বড় হচ্ছে। রুটি-রুজি করি। সেই ঢাকাকে মরতে দিতে পারি না।

উন্নত রাজধানী গড়তে ৫ পরিকল্পনার কথা উল্লেখ করে তাপস বলেন, ঢাকার ঐতিহ্য ধরে রাখতে বুড়ীগঙ্গা ও শীতলক্ষ্যাকে সংরক্ষণ করে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেবো। ঢাকাকে বায়ু দুষণমুক্ত, সবুজায়ন, পর্যাপ্ত খেলার মাঠ, পার্কের ব্যবস্থা ও ফুটপাতের ব্যবস্থা করা হবে। প্রাধানমন্ত্রী ঢাকায় মেট্রোরেল করে দিয়েছেন। আর আমি দবে গণপরিবহনের ঢাকা। গাড়ি থাকবে, ট্যাক্সি থাকবে, রিক্সা থাকবে, ঘোরার গাড়ি থাকবে, নগরবাসী সিদ্ধান্ত নেবেন তারা গন্তব্যে কিভাবে যাবেন। ঢাকা হবে দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত, মশা নিধনে প্রথম দিন থেকেই কাজ করবো, মাদক চিরতরে মুক্ত করবো। নারীরা যেনো নিরাপদে গন্তব্যে পৌছাতে পারে তার ব্যবস্থা করবো।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দীন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়