শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ১০:৩৭ দুপুর
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশি নতুন পেঁয়াজ পাইকারীতে ১৪০-১৫০, চায়না পেঁয়াজ ৬৫ টাকা, আরো কমবে পেঁয়াজের দাম জানালেন বিক্রেতারা

লাইজুল ইসলাম : মঙ্গলবার কারওয়ান বাজারে গিয়ে দেখা গেছে পাইকারী বাজারে এই দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। তাছাড়া মিশরের পেঁয়াজও বিক্রি হচ্ছে ১০০ টাকায়। কিন্তু চলতি সপ্তাহের প্রথম দিকে পেঁয়াজের দাম উঠে যায় দেশি ১৮৬ টাকায়। পাইকারি বাজারের প্রভাবে খুচরায় পেঁয়াজ বিক্রি হয় ২০০ টাকায়।

নাসিমা বেগম কারওয়ান বাজারে সাপ্তাহিক বাজার করতে এসে জানান, এভাবেই বাজার বেড়ে যায়। গেলো সপ্তাহের ৮০ টাকার পেঁয়াজ এখন ১৮০ টাকায় কিনতে হচ্ছে। দুলাল চা বিক্রেতা পেঁয়াজ কিনতে এসে বলেন, আমাদের জীবনের কোনো দামই নাই। তাই যেভাবে ইচ্ছে সেভাবে জিনিসের দাম বাড়ছে।

পেঁয়াজের বাজার আবারও কমতে শুরু করবে কয়েকদিনের মধ্যে দাবি করেছেন পাইকারী ব্যবসায়ীরা। তবে হঠাৎ করে দাম বাড়ার পেছনে আড়ৎদারদের দিকে আঙ্গুল তুলছেন তারা। তারা আরো বলেন, তবে বিদেশী পেঁয়াজ কিনতে চাইছে না কেউ।

এদিকে, টিসিবির পেঁয়াজ বিক্রি হচ্ছে রাজধানীসহ দেশ জুড়ে। পেঁয়াজের মান ভালো না বলে অভিযোগ ক্রেতাদের। তারপরও কিনছেন তারা। দাবি করেন, এছাড়া আর কোনো উপায় নেই। বেশ বড় লাইনে দাঁড়িয়ে কিনতে হচ্ছে পেঁয়াজ।

টিসিবি’র পেঁয়াজ বিক্রেতা মামুন বলেন, পেঁয়াজতো পঁচা থাকেই। কিন্তু আমাদের কি করার আছে। টিসিবি যেভাবে দেয় সেভাবে এনে বিক্রি করি আমরা। তবে অভিযোগ অনেক। জানান, সরাদিনে ৬মন পেঁয়াজ বিক্রি করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়