শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ০৯:৫৭ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবিতে নারী নির্যাতনের বিরুদ্ধে শিক্ষার্থীদের নীরব মানববন্ধন

রকি আহমেদ, জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে নীরব মানববন্ধন করেছে সাধারণ নারী শিক্ষার্থীরা। মঙ্গলবার  দুপুর ১২ টার এ মানববন্ধনে দুই জনের চোখ ও মুখে কালো কাপড়ে আবৃত রেখে নারীদের বর্তমান অবস্থার প্রতিকী প্রকাশ করতে দেখা যায়। এসময় তারা নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিও জানান।

মানববন্ধনে সাধারণ শিক্ষার্থী সুলতানা রাজিয়া বলেন, আমরা প্রতিদিন পত্রিকা খুললেই নারী নির্যাতনের খবর পাই কিন্তু এদের কোনো বিচার হয় না। সমাজ থেকে বলা হয় নারীদের পোশাকে সমস্যা। তাহলে ছয় মাসের শিশু কেন ধর্ষণের শিকার হচ্ছে। এক কথায় বলতে গেলে আমাদের সমাজে নারীদের পণ্য হিসেবে দেখা হয়।

অন্যদিকে মানববন্ধনে আর একজন শিক্ষার্থী তানজিমা রহমান বলেন, আমাদের সমাজে নারী নির্যাতনে আইনের কঠোর প্রয়োগ নেই। প্রতিদিন নারীরা ধর্ষণের শিকার হচ্ছে যার কারণে পিছনের ঘটনা ধামাচাপ পড়ে যাচ্ছে। তাই এবার থেকে নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা নারীরাই প্রতিবাদ করব।

উল্লেখ্য, রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২ বারের মতো বিক্ষোভ ও নীরব মানববন্ধন করতে দেখা যায়। সম্পাদনা: জেরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়