শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ০৬:১০ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি চলছে

মহসীন কবির ও ওবায়দুর রহমান সোহান, ঢাবি প্রতিনিধি : ঢাবি শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় গুলোতে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। ঢাবি ক্যাম্পাসে শুরু হয়েছে আলপনা অঙ্কন। ডিবিসি ও যমুনা টিভি

এদিকে ধর্ষণের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বেলা ১১টার দিকে তারা মিছিল বের করে। রাজু ভাস্কর্যের মুখে কালোপতাকা ঢেকে প্রতিবাদ জানাচ্ছে শিক্ষার্থীরা।এদিকে ধর্ষণ মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। যদিও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমাবেশ এবং দুপুরে ডাকসুর নিপীড়নবিরোধী সমাবেশ এবং সন্ধ্যায় ডাকসুর সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি আছে।

এসময় জোবায়দা নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা একটি নরপশুর বিরুদ্ধে আজ রাজু ভাস্কর্য দাঁড়িয়েছি। আমরা আশাবাদী সরকার এর সুষ্ঠু বিচার করবে। সরকার চাইলে পারবে বিচার করতে। আমরা চাই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক।’

রুকাইয়া জান্নাত নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা একজন ধর্ষকের বিচার দাবিতে এখানে দাঁড়িয়ে আছি। আমরা ধর্ষকের বিচার চাই। সরকার ধর্ষকের বিচার করবে বলে আমরা আশাবাদী।’

এর আগে ধর্ষণের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ডাকসু নেতারা। সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে স্মারকলিপি দেন এজিএস সাদ্দাম হোসাইনের নেতৃত্বে ডাকসু নেতারা। তবে এ এসময় ডাকসু ভিপি, জিএস অনুপস্থিত ছিলেন।

ডাকসুর এজিএস সাদ্দাম হোসাইন জানান, আমরা সুস্পষ্টভাবে ৪ দফা দাবি জানিয়েছি। ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির রোধে ব্যবস্থা, ‘কাউন্টার রেইপ এন্ড ভায়োলেন্স এগেইন্সট উইমেন সেল’ গঠন এবং ধর্ষণবিরোধী সামাজিক আন্দোলনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক কর্মসূচী গ্রহণের জন্য আমাদের দাবিগুলো পূরণের মধ্য দিয়েই আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমাদের দায়বদ্ধতা পূরণ করতে চাই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়