শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ০৫:০৯ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিন নিয়ে আসছে সজল-পূজা

নিউজ ডেস্ক : আসছে  নতুন ছবি ‘জিন’ এতে অভিনয় করবেন আবদুন নূর সজল-পূজা চেরী এবং রোশান-মুন।এ ছবিটির পোস্টার ইতোমধ্যে আলোচনায় এসেছে। আর প্রযোজনা প্রতিষ্ঠানটি জানালো ভিএফএক্সের জন্য বেশ কয়েকটি খ্যাতনামা স্টুডিওতে এর কাজ শুরু হচ্ছে। এরমধ্যে বলিউড কিং শাহরুখ খানের প্রতিষ্ঠান রেড চিলির দ্বারস্থ হচ্ছেন তারা। নাদের চৌধুরী পরিচালিত ভৌতিক এ ছবির গল্প তৈরি করা হয়েছে জিনকে নিয়ে। সে জন্য পশু-পাখির বেশ কিছু মুভমেন্টের কাজ রেড চিলিতে করা হবে।

জাজ মাল্টিমিডিয়া জানায়, সিনেমার শেষ ১৯ মিনিটের এন্ড ক্লাইম্যাক্স সম্পূর্ণ সিজি হবে । এখানে বাহির থেকে ২ জন দক্ষ সিজি সুপারভাইজার এসে সম্পূর্ণ শুটিং এর কাজ মনিটর করেছে। আর ভিএফএক্সের কলকাতায় শুরু হয়েছে। এছাড়াও আমেরিকাও এটি হবে। ছবির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ অ্যানিমেল মুভমেন্ট- এগুলো করা হবে রেড চিলি স্টুডিওতে।রোশান-মুন এবং পূজা-সজল

জানা যায়, ছবির শুটিং সম্পূর্ণ শেষ। এখন শুধু ভিএফক্সের কাজ শেষ হলেই এটি মুক্তির জন্য প্রস্তুত হবে। প্রতিষ্ঠানটি আগামী ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে এটি মুক্তি দিতে চায়।
ছবির পরিচালক নাদের চৌধুরী বলেন, বেশ বড় ফ্রেমের ছবি ‘জিন’। শুটিং পর্ব দ্রুত শেষ করেছি। এরপর দৃশ্য সম্পাদনার কাজ হয়েছে কলকাতায়।’

এদিকে ভিএফএক্সের জন্য ভারতের অন্যতম স্টুডিও রেড চিলি। তাদের প্রযোজিত ভিএফএক্সসমৃদ্ধ ছবি ‘রা ওয়ান’ বেশ প্রশংসিত। অন্যদিকে, প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ২০১২ সাল থেকে নিয়মিত চলচ্চিত্র প্রযোজনা করে আসছে। এ পর্যন্ত প্রায় ৪০টি সিনেমা প্রযোজনা করেছে তারা। মাঝে বছর খানেক এই প্রতিষ্ঠান থেকে নতুন কোনও সিনেমার শুটিং হয়নি।‘জিন’-এর মাধ্যমে ২০১৯ সালের প্রথম ছবির কাজ শুরু করে তারা। অনুলিখনে, সানজিদা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়