শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ০৩:২৮ রাত
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাগরতীর্থের পুণ্যার্থীদের জন্য ৫ লাখের বিমা ঘোষণা মমতার

রাশিদ রিয়াজ : মেলায় পুণ্যার্থীদের নিরাপত্তা ও পরিচ্ছন্নতার দিকে নজর রাখছে ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। শেষবেলায় জোরকদমে তারই প্রস্তুতি চলছে। হাতে বিশেষ সময় না-থাকায়, অতিরিক্ত কর্মী নিয়োগ করেই পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। মেলা চত্বর মুড়ে ফেলা হচ্ছে পুলিশি নিরাপত্তায়। ওয়াচ টাওয়ার থেকে এবারও নজরদারি চলবে। গঙ্গাসাগর পুণ্যার্থীদের জন্য আর্থিক সুরক্ষার ব্যবস্থা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫ লক্ষ টাকা করে বিমা দেবে রাজ্য সরকার। ১১ থেকে ১৭ জানুয়ারির মধ্যে গঙ্গাসাগরে যাওয়া পুণ্যার্থীরা এই বিমার আওতায় পড়বেন। সোমবার মুখ্যমন্ত্রী নিজেই এই ঘোষণা করেছেন।

১৫ জানুয়ারি, বুধবার ভোর থেকেই গঙ্গাসাগরে পুণ্যস্নান শুরু হয়ে যাবে। মকর সংক্রান্তির স্নানের যোগকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম হবে সাগরে।

সোমবার মুখ্যমন্ত্রী নিজেও গিয়েছিলেন গঙ্গাসাগরে। কপিল মুনির আশ্রমে তিনি এদিন পুজো দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গঙ্গাসাগরে সরকারের উন্নয়ন-কাজের ফিরিস্তি দেন।

মেলায় পুণ্যার্থীদের নিরাপত্তা ও পরিচ্ছন্নতার দিকে নজর রাখছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। শেষবেলায় জোরকদমে তারই প্রস্তুতি চলছে। হাতে বিশেষ সময় না-থাকায়, অতিরিক্ত কর্মী নিয়োগ করেই পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। মেলা চত্বর মুড়ে ফেলা হচ্ছে পুলিশি নিরাপত্তায়। ওয়াচ টাওয়ার থেকে এবারও নজরদারি চলবে।

অন্য দিকে, জলপথেও উপকূলরক্ষী বাহিনী মেলার ওপর নজরদারি চালাবে। নিরাপত্তা নিশ্ছিদ্র করতে সাগর প্রাঙ্গণে মাথার উপর চক্কর কাটবে ড্রোন ও হেলিকপ্টার। থাকছে হিলিয়াম বেলুনে ক্যামেরার নজরদারিও। এক পুলিশকর্তা জানান, পুণ্যার্থীদের নিরাপত্তায় ১০ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে মেলায়।

শনিবার আলিপুর প্রশাসনিক ভবন থেকে গঙ্গাসাগর মেলা সহায়তা‌ নামে একটি অ্যাপের উদ্বোধন করেন জেলাশাসক পি উলগানাথন। যে কোনও অ্যানড্রয়েড ফোনে ডাউনলোড করে, মেলা সংক্রান্ত যাবতীয় তথ্য-সহ সাগর স্নানের ছবি ঘরে বসেই দেখতে পাওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়