শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ০২:৩৪ রাত
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেদের ঘর থেকে দুর্নীতিবিরোধী অভিযান শুরু করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক : ‘পুলিশ সপ্তাহ-২০২০’ উপলক্ষে সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে পদস্থ পুলিশ কর্মকর্তাদের সম্মানে আয়োজিত নৈশভোজের আগে ভাষণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনারা নিজ নিজ ঘর থেকে দুর্নীতিবিরোধী অভিযান শুরু করুন।’ এনটিভি

রাষ্ট্রপ্রধান বলেন, ‘দুর্নীতিবাজ যে দলেরই হোক, দুর্নীতি করলে তাকে আইনের আওতায় আনা হবে। দুর্নীতির কারণে একটি দেশ পিছিয়ে পড়ে। আমাদের দেশ ও সমাজ থেকে যে কোনো মূল্যে দুর্নীতি দূর করতে হবে। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে তা নিঃসন্দেহে দেশ ও সমাজের জন্য খুবই মঙ্গলজনক।’

তিনি বলেন, ‘একটি আধুনিক, জনবান্ধব ও সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পুলিশকে প্রতিষ্ঠা করা আপনাদের অন্যতম প্রধান ও পবিত্র দায়িত্ব। পুলিশের সেবা নিতে আসা বিপদগ্রস্ত মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয় সেদিকে সব স্তরের পুলিশ সদস্যদের বিশেষ মনোযোগী হতে হবে।’

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও সাফল্য আজ বিশ্বে স্বীকৃত। পুরুষের পাশাপাশি বাংলাদেশ নারী পুলিশ সদস্যরাও শান্তিরক্ষা মিশনে তাদের দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করছে।’

আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি হামিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ সর্বোপরি শত বছরের উন্নয়ন পরিকল্পনা ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ অগ্রণী ভূমিকা পালন করবে। অনুলিখন : হ্যাপি আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়