শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ০৬:০২ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাদ ঘেঁষে টানা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে স্কুলছাত্রের মৃত্যু

যুগান্তর : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় তিনতলা বসতবাড়ির ওপরতলার ছাদ ঘেঁষে টানানো কভারবিহীন পল্লী বিদ্যুতের মূল সংযোগ লাইনে জড়িয়ে আমিনুল ইসলাম (১৪) নামে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে পাকুন্দিয়া পৌরসভার মধ্য পাকুন্দিয়ায় মৌসুমী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আনোয়ারখালি হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আমিনুল পাকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং বৃত্তি পরীক্ষায়ও ট্যালেন্টপুলে বৃত্তি পায়।

এলাকাবাসী ও স্বজনদের অভিযোগ, পল্লী বিদ্যুতের সীমাহীন অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ছাদ ঘেঁষে কভারবিহীন তারের জন্য এর আগেও ওই ছাদে কয়েকবার আগুন লাগার ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ অফিসকে সতর্ক করে বারবার ব্যবস্থা নেয়ার কথা বলা হয়। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। পল্লী বিদ্যুতের সীমাহীন অবহেলার কারণে আজকে এ দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এলাকাবাসী এ জন্য পল্লী বিদ্যুতের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন।

জানা গেছে, মধ্য পাকুন্দিয়া গ্রামের দরিদ্র কৃষি শ্রমিক হারিছ মিয়ার স্ত্রী পাশের বাড়ির সোহেল মিয়ার তিনতলার ছাদে ধান শুকাতে দেন। বিকালে হারিছ মিয়ার বড় ছেলে আমিনুল ধান দেখতে ওই ছাদে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ দুর্ঘটনার পর অফিসে তালা ঝুলিয়ে স্থানীয় পল্লী বিদ্যুতের লোকজন আত্মগোপন করেন।

মেধাবী স্কুলছাত্র আমিনুলের এ অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়