শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ০৩:১৪ রাত
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রীদের ওপর বিজেপি সমর্থিত ছাত্র সংগঠনের হামলা, প্রতিবাদে সরব ভারতের ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : গতকাল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ওপর ভয়াবহ হামলা করেছে ক্ষমাতাসীন বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন। যার ফলে মাথায় আঘাত পেয়েছেন ছাত্র সংসদ সভাপতি ঐশী ঘোষ।

ঐশির রক্তাক্ত ছবি ছড়িয়ে পড়ার পর আগুন জ্বলে উঠেছে গোটা ভারতে। যার আঁচ লেগেছে ক্রিকেটাঙ্গনেও। এমন বর্বর হামলার প্রতিবাদে মুখ খুলেছেন বিজেপির সাংসদ গৌতম গম্ভীর থেকে শুরু করে ইরফান পাঠানরা। এই কারণে শাসকদল বিজেপিতে অস্বস্তি বেড়ে গেছে।

সাবেক ওপেনার তথা বিজেপির সাংসদ গৌতম গম্ভীর নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে লিখেন, 'বিশ্ববিদ্যালয় চত্ত¡রে এমন হিংসা দেশের স্পিরিটের পরিপন্থী। ছাত্রদের মতাদর্শ যাই হোক না কেন, এভাবে আক্রমণ করা উচিত নয়। যে গুন্ডারা বিশ্ববিদ্যালয়ে ঢুকে এমন কাÐ ঘটিয়েছে, তাদের কঠোর শাস্তি দিতে হবে।'

সদ্য অবসর নেওয়া সাবেক পেসার ইরফান পাঠান আবার সরাসরি লিখেছেন, 'গতকাল জেএনইউতে যা ঘটেছে এটা মোটেই নিয়মিত ঘটনা নয়। বিশ্ববিদ্য়ালয় ক্যাম্পাস, হোস্টেলের মধ্যেই ছাত্রদের আক্রমণ করেছে সশস্ত্র দুষ্কৃতীরা। এটা মোটেই দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে না।'

একইভাবে টুইটারে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারি থেকে জ্বালা গাটা, রোহন বোপান্নারাও। মনোজ তিওয়ারি লিখেছেন, 'জেএনইউতে কী হচ্ছে এসব? আহতদের জন্য ভীষণ চিন্তা হচ্ছে'। জ্বালা গাটা লিখেছেন, 'কেন দোষী একজনকেও এখন পর্যন্ত ধরে শাস্তি দেওয়া হলো না? বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতরা প্রবেশ করে কীভাবে?' আরেকটি টুইটে তিনি লিখেন, ' কেন এখনও সবাই চুপ করে আছেন? আমাদের ছাত্র-ছাত্রীদের ওপর কী হচ্ছে দেখছেন না?

  • সর্বশেষ
  • জনপ্রিয়