শিরোনাম

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ০৩:০০ রাত
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেএনইউতে শিক্ষার্থী নীপিড়নে ভারত জুড়ে নিন্দার ঝড়, প্রকাশিত ছবি অনুযায়ী অভিযোগের তীর বিজেপির ছাত্রসঙ্গঠনের দিকে

আসিফুজ্জামান পৃথিল : জওহরলাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর মুখোশধারীদের হামলার ঘটনায় প্রকাশিত হয়েছে বেশ কিছু ছবি ও ভিডিও। এরমধ্যে একটি ভিডিওতে দেখা যায় হামলার প্রস্তুতি নিচ্ছেন অখিল ভারত বিদ্যার্থী পরিষদ- এবিভিপির সঙ্গে সংশ্লিষ্টরা। এটি কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির ছাত্র সংগঠন। এনডিটিভি

ছবি দেখে চিহ্নিত হামলাকারীদের একজন বিকাশ প্যাটেল তিনি জেএনইউ শাখা এবিভিপির নির্বঅহী কমিটির সদস্য। ছবিতে প্যাটেলের হাতে একটি ফাইবার গ্লাসের ব্যাটন দেখা যায়। দিল্লি পুলিশ এ ধরনের ব্যাটন ব্যভহার করে। সনাক্তকৃত আরেকজন হলো বিশ্ববিদ্যালয়টির অনার্স প্রথম বর্ষের শিব পুজন মন্ডল। তিনিও এবিভিপির রাজনীতির সঙ্গে জড়িত। এই ছবিতে থাকা বাকি সবাইও বিজেপির রাজনীতির সঙ্গে জড়িত। সকলের হাতেই লাঠি ছিলো। এদিকে একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকগুলি মেসেজের স্ক্রিন শট বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। শুধু তাই নয়, তাণ্ডবের পরেও একাধিক গ্রুপে স্বীকার করে নেওয়া হয়েছে হামলা চালানোর কথা।

‘ইউনিটি এগেইনস্ট লেফ্ট’, ‘লেফ্ট টেরর ডাউন ডাউন’, ‘ফ্রেন্ডস অব আরএসএস’, ‘জেএনইউনাইটস ফর মোদী’ এই রকম নামের একাধিক গ্রুপে এমন সব মেসেজ পোস্ট করা হয়েছে, যাতে হামলার আগের পরিকল্পনা এবং হামলার পরের ‘উল্লাস’ প্রকাশ করা হয়েছে। এই গ্রুপগুলির নাম এবং একাধিক সদস্যের পরিচয় জানার পর স্বাভাবিক ভাবেই অভিযোগের তির আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপির দিকে গিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়