শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ০১:১২ রাত
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফায়ার সার্ভিসে যুক্ত হচ্ছে দুটি রিমোট অপারেটেড ফায়ার ফাইটিং ভেহিক্যাল

সুজন কৈরী : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে এবার যুক্ত হয়েছে রিমোট অপারেটেড ফায়ার ফাইটিং ভেহিক্যাল। তবে এগুলো এখনি ব্যবহার করা সম্ভব হচ্ছে না। এ জন্য সংশ্লিষ্ট দেশের ইঞ্জিনিয়ার এসে বুঝিয়ে দেয়ার পর ব্যবহার করা সম্ভব হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সূত্র জানায়, অধিদফতরের মর্ডানাইজেশন প্রকল্পের আওতায় দুটি রিমোট অপারেটেড ফায়ার ফাইটিং ভেহিক্যাল ইউরোপের অস্ট্রিয়া থেকে আনা হয়েছে। এটি বর্তমানে অধিদফতরের ওয়ার হাউজে রয়েছে। ওই দেশের ইঞ্জিনিয়ার এসে এটি চালানোসহ নানাবিধ প্রশিক্ষণ দিবেন। এরপরই অত্যাধুনিক সরঞ্জামগুলো ব্যবহার সম্ভব হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (রক্ষণাবেক্ষণ) প্রকৌশলী মো. আক্তারুজ্জামান বলেন, ভেহিক্যাল দুটি দুর থেকে রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। এগুলো আকারে ছোট। তবে পানি ও ফোমসহ অগ্নিনির্বাপণে অন্যান্য সরঞ্জাম থাকবে। এগুলেঅ চালাতে কোনো লোকবলের প্রয়োজন হবে না। ঝুঁকিপূর্ণ কোনো স্থানে অগ্নিকাণ্ডের স্থলে লোকবল ছাড়া শুধু ভেহিক্যালটি পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণ সম্ভব। ভেহিক্যালটি আগুনের কাছাকাছি স্থানে যাওয়ার পর থেমে যাবে। এরপর দূর থেকে এগুলোকে রিমোটের মাধ্যমে অপারেট করা হবে।

এদিকে একই প্রকল্পের আওতায় ডিএনসিসির উদ্যোগে ফায়ার সার্ভিসে যুক্ত হয়েছে তিনটি ৬৪ মিটার টিটিএল (টার্ন টেবল লেডার) অধিদফরে শিগগির যুক্ত হচ্ছে। এগুলো দিয়ে ২০৯ ফুট পর্যন্ত উঁচু স্থানে কাজ করা সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়