শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২০, ১১:১৮ দুপুর
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২০, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রভোস্ট ব্যতিত শেকৃবির নজরুল হল

শেকৃবি প্রতিনিধি : রাজধানীর প্রাণকেন্দ্র অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ছাত্রদের আবাসিক হল 'কবি কাজী নজরুল ইসলাম' চলছে প্রভোস্ট ছাড়াই। বর্তমানে দেখা দিচ্ছে প্রচুর বিশৃঙ্খলা।

খোঁজ নিয়ে দেখা যায়, গত বছরের ২৭ নভেম্বর হলটির প্রোভোস্ট পদ থেকে বিদায় নেন ড. সাইফুল ইসলাম ভূঁইয়া। ফলে বিভিন্ন সময়ে সুষ্ঠু ব্যবস্হাপনার অভাবে নানান অভিযোগ পাওয়া গেছে। গেলো প্রীতিভোজে অতিরিক্ত খাবার সরবরাহ (বিক্রত ৭০০ কুপনের বিপরীতে ৯৫০ জনের খাবার) ও ছাত্রদের বৃত্তির টাকা আটকে থাকার অভিযোগ অন্যতম।

সূত্র জানায়, বিভিন্ন লেভেলের ছাত্রদের জন্য বৃত্তি বাবদ আসা প্রায় ৩ লাখ টাকা শুধুমাত্র প্রোভোস্টের স্বাক্ষর ছাড়া বিতরণ করা যাচ্ছে না। ফলে ছাত্রদের ক্রমাগত চাপে ইতস্তত বোধ করেছেন খোদ সংশ্লিষ্ট হল কর্মকর্তারাও।

এদিকে, হলের সহকারী প্রভোস্ট মো. তোফায়েল হোসাইন জানালেন ভিন্ন কথা। তিনি ছাত্রদের বৃত্তির টাকা না পাওয়ার অভিযোগকে অসত্য আখ্যা দিয়ে আমাদের সময় ডট কমকে বলেন, কে বলেছে টাকা পায়না, ছাত্ররা অফিসে আসলেই টাকা পাবে। হল ভালোভাবেই চলছে আপাতত কোন সমস্যা নাই ।

এ অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য কথা বলা হয়েছে ভুক্তভোগী কয়েকজন ছাত্র ও সংশ্লিষ্ট হলের এক কর্মকর্তার সাথে। তারা জানান, প্রোভোস্ট নিয়োগ না হওয়া পর্যন্ত বৃত্তির এটাকা বিতরণ সম্ভব নয়।

জানা যায়, হল প্রভোস্ট নিয়োগ বিষয়ে সহকারী প্রভোস্ট ড. আনিসুর রহমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে একাধিকবার কথা বললেও এখনো তার সুফল পাওয়া যায়নি।

এ বিষয়ে শেকৃবি প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক মো. হাসানুজ্জামান আকন্দ' র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,' আমি সাংবাদিকদের সাথে এখন কথা বলবো না।'

উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন,' আপতত হলের সার্বিক দায়িত্ব পালন করতেছেন ড. আনিসুর রহমান। সেক্ষেত্রে ছাত্ররা তাদের বৃত্তির টাকা পাওয়ার কথা। '

ড. আনিসুর রহমান এর সাথে কথা বলে জানা যায়, ' ছাত্রদের বৃত্তির টাকা প্রশাসনের সাথে সমন্বয় করে এক সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়