শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২০, ০৯:২৭ সকাল
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২০, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদারীপুরের হামলার ঘটনার পর আতঙ্কে এলাকা পুরুষশুন্য

এম মিলন, মাদারীপুর প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে কালকিনিতে ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের নেতৃত্বে হামলার ঘটনার পর আতঙ্কে আজ সোমবার (৬জানুয়ারী) মীরাকান্দি পুরো এলাকা পুরুষশুন্য হয়ে পড়েছে। তবে ঘটনার পর থেকেই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

পুলিশ ও এলাকা সুত্রে জানাগেছে, উপজেলার আলীনগর এলাকার ৭নং ওয়ার্ডের মীরাকান্দি গ্রামের ইউপি সদস্য আলমগীর চৌকিদারের সঙ্গে পার্শবর্তী জেলা সদর উপজেলার ঝাউদি ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের পূর্ব শত্রুতা চলে আসছে। এর জের ধরে রোববার সকালে ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের নেতৃত্বে তার দলবল নিয়ে দেশি অস্ত্রে সজ্জিত হয়ে ইউপি সদস্য আলমগীর চৌকিদারের বাড়িঘরে হামলা চালায়।

এসময় এলাকাবাসী তাদের বাঁধা দিলে তাদের উপরও হামলা করা হয়। এতে নারীসহ আহত হয় ২০ জন। এ ছাড়া হামলাকারীরা আজগর দর্জী, জুয়েল চৌকিদার ও আলম চৌকিদারসহ প্রায় ১০টি বাড়িতে হামলা চালিয়ে লুটপাটের ঘটনা ঘটায়। এ লুটপাটের ঘটনায় কালকিনি থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে। তবে ঘটনার পর থেকেই মীরাকান্দি গ্রামে পুনরায় হামলার আতঙ্কে শিশু-নারী বাদে প্রায় কয়েক হাজার পুরুষ বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

ইউপি সদস্য আলমগীর চৌকিদার বলেন, আবুল চেয়ারম্যানের লোকজন আমাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে লুটপাট করেছে। আমরা এখনও হামলার আতঙ্কে আছি। আমাদের উপর আবারও যে কোন মুহুর্তে হামলা করার সম্ভবনা রয়েছে। তাই এলাকার পুরুষ লোকজন অন্য এলাকায় গিয়ে প্রান ভয়ে পালিয়ে রয়েছে।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের সঙ্গে এ বিষয় মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিকদের ফোন রিসিব করেননি।
এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষনিকভাবেই ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। তবে এলাকায় পুরুষ সংখ্যা কিছুটা কমে গেছে। আমরা বর্তমানেও এলাকা পাহাড়া দিচ্ছি। লোকজন যার-যার বাড়িতে ফিরে আসার জন্য সকল চেষ্টা অবহ্যত রেখেছি। সম্পাদনা : জহুরুল হক

  • সর্বশেষ
  • জনপ্রিয়