শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২০, ০৮:৩৮ সকাল
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২০, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কাঁসার থালায় রূপালী চাঁদ’ নিয়ে ফিরছেন মুনমুন

আবু সুফিয়ান রতন : ড্যানি সিডাকের পরিচালনায় সরকারি অনুদানের সিনেমা ‘কাঁসার থালায় রূপালী চাঁদ’-এ অভিনয় করে আবারো কাজে ফিরছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা মুনমুন। এ সিনেমাটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া খল নায়িকার চরিত্রে আরো দুটি সিনেমায় সম্প্রতি অভিনয় করেছেন। মুনমুন বলেন, দীর্ঘদিন পর কাজে ফিরেছি। আমার অভিনীত ‘রাগী’ ও ‘তোলপাড়’ নামে দুটি সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।

ছবি দুটি পরিচালনা করেছেন মিজানুর রহমান মিজান। দুটি ছবিতেই দর্শকরা আমাকে প্রথমবারের মতো খল নায়িকার চরিত্রে দেখতে পাবেন। তবে কাহিনীতে আমার চরিত্রের প্রাধান্য ছিল বলেই আমি কাজগুলো করতে রাজি হয়েছি। আমি সিনেমায় এমন গুরুত্বপূর্ণ চরিত্রেই কাজ করতে চাই। খল নায়িকা হিসেবে এমন চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে কাজ করতে আগ্রহী আমি। ছবিগুলো চলতি বছর মুক্তি পাবে। তাই অপেক্ষায় রয়েছি। ভালো সাড়া পেলে অবশ্যই আবারো নিয়মিত কাজ করবো।

উল্লেখ্য, ১৯৯৭ সালে এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’ সিনেমায় প্রথম অভিনয় করলেও পর্দায় তার অভিষেক হয় জীবন রহমান পরিচালিত ‘আজকের সন্ত্রাসী’ সিনেমার মধ্যদিয়ে। এখন পর্যন্ত মুনমুন নব্বইটিরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন। এ অভিনেত্রী তার ফিল্মি ক্যারিয়ারে ইলিয়াস কাঞ্চন, ড্যানি সিডাক, মান্না, শাকিব খান, আমিন খানসহ অনেকের বিপরীতে অভিনয় করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়