শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেডারেশন কাপ জিতায় ১৫ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বসুন্ধরা কর্তৃৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক : গতকাল শেষ হয়েছে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন। রহমতগঞ্জকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুললো বসুন্ধরা কিংস। সেই সঙ্গে এএফসি কাপ খেলাও নিশ্চিত করেছে তারা। চ্যাম্পিয়ন হওয়ায় দলের জন্য ১৫ লাখ পুরস্কার ঘোষণা করেছে ক্লাব কর্তৃপক্ষ।

ইতোমধ্যে এ বছরের এএফসি কাপে প্রতিপক্ষ পেয়ে গেছে বসুন্ধরা কিংস। ফেব্রুয়ারি থেকে শুরু হবে গ্রুপ পর্বের দামামা। তার আগে পরের এএফসি কাপে খেলা নিশ্চিত করে ফেলেছে কলিন্দ্রেস-মতিনরা।

এদিকে রহমতগঞ্জকে হারিয়ে এবারের মৌসুমের প্রথম শিরোপা ঘরে তোলায় দলের জন্য ১৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে বসুন্ধরা কিংস। ক্লাবের সভাপতি ইমরুল হাসান জানান, ‘আমরা গতবার টুর্নামেন্টটা জিততে পারিনি। এবার জিতে কোটা পূরণ হয়েছে। এই ধারা অব্যাহত থাকবে আশা করি। খেলোয়াড়সহ পুরো দলকে অনুপ্রেরণা করতে ১৫ লাখ টাকা পুরস্কার দেয়া হবে।’

এদিকে ফেডারেশন কাপটা আসন্ন এএফসি কাপের প্রস্তুতি হিসেবে মনে করছেন দলের প্রাণ ভোমরা দ্যানিয়েল কলিনদ্রেস, ‘এ শিরোপা জিতে ভালো প্রস্তুতি হচ্ছে আমাদের। দলের সবাই এএফসি কাপ খেলতে মুখিয়ে আছে। প্রথম ধাপ হিসেবে ফেডারেশন কাপ জিতে আমরা খুশি।’

চ্যাম্পিয়নশিপ লিগ জিতে গত বছর অভিষেক করেই বসুন্ধরা কিংস একেধারে বিপিএল স্বাধীনতা কাপের শিরোপা ঘরে তুলেছে। এবার ফেডারেশন কাপ জেতার মধ্য দিয়ে আক্ষেপ মেটাল তারা। সঙ্গে ২০২১ সালের এএফসি কাপও নিশ্চিত করে ফেলেছে চ্যাম্পিয়নরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়