শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২০, ০৪:২৭ সকাল
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২০, ০৪:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেটে লেগ বাই থাকা উচিত নয়, বললেন ওয়াহ

স্পোর্টস ডেস্ক : উইকেটরক্ষক বা ফিল্ডারের হাত থেকে বল ফসকে গেলে রান নিয়ে নেন ব্যাটসম্যানরা। আর এটি অনেক আগে থেকে প্রচলিত। কিন্তু প্রচলিত এই রীতির পরিবর্তন চান সাবেক অস্ট্রেলিয়ার ক্রিকেটার মার্ক ওয়াহ।

ওয়াহ মনে করেন, ক্রিকেটে বাই রানের ব্যবস্থা থাকা উচিত নয়। কারণ বলে ব্যাট স্পর্শ না করিয়েই রান বাড়ানোর এই পদ্ধতি অনুচিত হিসেবে ঠেকছে তার কাছে!

চলমান বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে ধারাভাষ্য দেয়ার সময় ওয়াহ বলেন, ‘আমি পারলে ক্রিকেটের একটা নিয়ম বদলে ফেলতাম- লেগ বাই হিসেবে কোনো রানের ব্যবস্থা রাখতাম না। আপনি একটা বল ব্যাটেই লাগাতে পারেননি, তাহলে কেন রান নেবেন?’

ওয়াহর সাথে তখন ধারাভাষ্য কক্ষে ছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। ভন ওয়াহকে জানান- লেগ বাই খেলারই অংশ।

প্রত্যুত্তরে ওয়াহ বলেন, ‘এটা খেলার অংশ তা তো আমিও জানি। কিন্তু ক্রিকেটের উন্নয়নে কি আমরা নিয়মটা পরিবর্তন করতে পারি? মূল নিয়ম হলো ব্যাটে বল লাগলে রান হবে। তাহলে লেগ বাই বলে কিছু কেনো থাকবে?’

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটীয় সম্পর্কটা চিরপ্রতিদ্বন্দ্বীর। ভন তাই ওয়াহকে খোঁচা দিতে ভুলেননি। ধারাভাষ্যের মাইক্রোফোন হাতেই ভন

ওয়াহকে বলেন, ‘বিগত বছরে আমরা অনেক নতুন বিষয় দেখেছি ক্রিকেটে। তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ওয়াহর প্রস্তাবটাই! তোমার এমসিসিতে থাকা উচিত। বছরে অন্তত দুইবার লন্ডনে যাওয়ার সুযোগ পাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়