শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২০, ০৩:৫২ রাত
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২০, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন সেনা হটাতে প্রস্তাব পাস করেছে ইরাকি পার্লামেন্টের বিশেষ অধিবেশন

সিরাজুল ইসলাম: শুক্রবার বাগদাদে এই বাহিনীর ড্রোন হামলায় ইরানি জেনারেল কাশেম সোলায়মানি নিহতের ঘটনায় এ প্রস্তাব আনা হয়। এতে একটি রেজুলেশন প্রস্তাব পাস করা হলো; যাতে যুক্তরাষ্ট্রকে সেনা সরিয়ে নিতে বলা হলো। রয়টার্স, বিবিসি

পার্লামেন্টের আইন কমিটির সদস্য ও শিয়া নেতা ওমর আল শিবলী বলেন, আইএস জঙ্গিদের পরাজিত করার পর আমাদের এখানে আর মার্কিন সেনাদের থাকার প্রয়োজন নেই। আমাদের সশস্ত্র বাহিনী দেশকে রক্ষা করতে সক্ষম।

কয়েক দশক ধরে দ্বন্ধ থাকা সত্তে¡ও ইরাকে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান সমির্থত মিলিশিয়ারা পাশাপাশি থেকে আইএসবিরোধী লড়াই করেছে। দেশটিতে পাঁচ হাজারের মতো মার্কিন সেনা রয়েছে। যদি ইরাক তাদের প্রত্যাহার করতে চায়, তাহলে পার্লামেমেন্ট প্রস্তাব পাসের বাধ্যবাধকতা রয়েছে। দেশটির প্রধানমন্ত্রী আবদেল আবদুল মাহাদি কেয়ারটেকার হিসেবে গত নভেম্বর থেকে দায়িত্ব পালন করছেন। গত শুক্রবার দেশের সার্বভৌম রক্ষায় তিনি অধিবেশন আহ্বান করেন। তবে এ অধিবেশনে মার্কিন সেনা হটানোর বিষয়ে আলোচনা হবে- এমন কথা তিনি বলেননি। সোলায়মানি হত্যাকাণ্ডে তার অনেক বিরোধীও ক্ষুব্ধ। এ ঘটনায় তাদের দেশে আরেকটি সংঘাত তৈরি হচ্ছে বলে তারা মনে করেন।ইরাকের তেল ক্ষেত্রগুলোতে অনেক মার্কিনি কর্মরত। সোলায়মানি হত্যাকাণ্ডের পরপরই হামলার আশঙ্কায় জরুরি ভিত্তিতে তারা দেশ ছেড়ে চলে গেছেন। তবে তেল উৎপাদন স্বাভাবিক রয়েছে বলে দাবি করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়