শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২০, ০২:২৪ রাত
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২০, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার শচীন টেন্ডুলকারও চার দিনের টেস্টের বিপক্ষে

স্পোর্টস স্পোর্টস : আইসিসির প্রস্তাবিত চার দিনের টেস্ট নিয়ে কথা বলেছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরের মতো শচীনও চার দিনের টেস্টের বিপক্ষে। ক্রিকেটের বড় সংস্করণ থেকে একদিন কমিয়ে দিয়ে টেস্ট বাঁচানোর চিন্তার সঙ্গে কোনো ভাবেই একমত নন এই ব্যাটিং ঈশ্বর।

টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির অর্ধশতক করা শচীন বলেন, টেস্ট ক্রিকেট ছাড়াও বর্তমানে ওয়ানডে, টি-টোয়েন্টি আছে। এছাড়াও টি-১০, ১০০ বলের ক্রিকেট প্রচলন হচ্ছে। টেস্ট হচ্ছে ক্রিকেটের শুদ্ধতম ফর্ম। এর কোনো পরিবর্তন আনা উচিত নয়।

টেস্টের দৈর্ঘ্য কমিয়ে আনলে স্পিনাররা আগের মতো পিচ থেকে সুবিধা পাবে না বলে মনে করেন ২০০ টেস্ট খেলা একমাত্র ক্রিকেটার। তার মতে স্পিনারদের সঙ্গে সেটা অন্যায় করা হবে। ‘স্পিনাররা সাধারণত পুরাতন বল দিয়ে বোলিং করতে চায়, টেস্টের শেষ দিন ভাঙা পিচে বল করে সুবিধা আদায় করে নেয়। আর এ সব কিছু টেস্ট ক্রিকেটেরই অংশ। স্পিনারদের থেকে এ সুবিধা কেড়ে নেয়া কি অন্যায় হবে না।

টেস্ট ক্রিকেটে দৈর্ঘ্য না কমিয়ে বরং স্পোর্টিং পিচ তৈরি করার পরামর্শ এই ভারতীয় কিংবদন্তির। তিনি বলেন, ‘আমার দৃষ্টিতে আইসিসি টেস্টের দৈর্ঘ্য না কমিয়ে বরং ভালো মানের পিচ তৈরিতে মনোযোগ দেয়া উচিত। এমন মাঠ করা উচিত যেখানে স্পিন, সুইং, বাউন্স সব পাওয়া সম্ভব।

তখন নিজ দায়িত্বে খেলায় জীবন ফিরে আসবে। আর এতে খেলায় ফলাফলও বেশি আসবে। এখনকার মতো ম্যাড়ম্যাড়ে বা একপেশে ম্যাচ হবে না। এর আগে বিরাট কোহলি আইসিসির এমন সিদ্ধান্তকে হাস্যকর আখ্যা দেন। আর এটাকে অদ্ভুত সিদ্ধান্ত বলেন গৌতম গম্ভীর।-ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়