শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২০, ০১:১৭ রাত
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২০, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোনও ব্যক্তিবিশেষ নয়, মার্কিন সামরিক স্থাপনায় হামলা করে প্রতিশোধ নেবে ইরান

আসিফুজ্জামান পৃথিল : ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা রোববার এ কথা জানিয়েছেন। তেহরানে সিএনএনকে দেয়া বিশেষ স্বাক্ষাৎকারে হোসেইন দেহগান বলেন, ‘এই জবাব হবে সামরিক বাহিনী ও সামরিক স্থাপনার উপর।’ সিএনএন

দেহগান ইরানের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং আয়াতুল্লাহ খোমেনীর উপদেষ্টা। তাকে ইরানের সর্বোচ্চ নেতার অত্যন্ত ঘনিষ্ঠ মনে করা হয় তাকে। দেহগান বলেন, ‘আমাদের নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, আমরা কখনই যুদ্ধ চাইবো না। আমেরিকাই যুদ্ধ শুরু করেছে। তাদের অবশ্যই এই ঘটনার প্রতিঘাতের অপেক্ষায় থাকতে হবে। তখনই শুধুমাত্র যুদ্ধের সম্ভাবনা কমবে যখন আমরা এর প্রতিশোধ নেবো। এরপর তাদের আর এই চক্র শুরু করা উচিৎ হবে না।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরান প্রতিশোধ নিলে তারা ইরানের ৫২টি স্থাপনা গুড়িয়ে দেবেন। এই ঘোষণাকে দেহনান অত্যন্ত বাজে ও বিিেক্তকর বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘ট্রাম্পের আন্তর্জাতিক আইন জানা নেই। তিনি জাতিসংঘের প্রস্তাবগুলোও মানেন না। তিনি আসলে একজন জুয়ারি ও গ্যাংস্টার। তিনি একজন রাজনীতিবীদ নন। তার মানষিক স্থিতিশীলতা নেই।’ এরপরেও ট্রাম্প যদি হামলা করে জাতিসংঘের ২ হাজার ২৪৭ নম্বর প্রস্তাবনা অনুযায়ী সে একজন যুদ্ধাপরাধী হিসেবে বিবেচিত হবে। আমরা তাহলে অবশ্যই আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে মামলা করবো। যুক্তরাষ্ট্র আমাদের সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে হামলা করতে চায়। কিন্তু আমরা তা করবো না। তবে কোনও মার্কিন ঘাটি, সৈনিক বা জাহাজ আর নিরাপদ থাকবে। আমরা সহজেই এগুলো ধ্বংস করা সক্ষমতা রাখি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়