শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২০, ১২:৫৭ দুপুর
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২০, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে এসে পৌঁছেছে জেনারেল সোলায়মানির মরদেহ, হাজারো জনতার শোকের মাতম

মশিউর অর্ণব : রোববার ভোরে ইরাক থেকে ইরানের আহওয়াজ বিমানবন্দরে এসে পৌঁছায় কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলায়মানির মরদেহ। মরদেহ গ্রহণ করতে এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। বিবিসি

স্থানীয় বার্তা সংস্থা ইসনা জানায়, জেনারেল কাসেম সোলায়মানির মরদেহ পৌঁছানোর খবর পেয়ে সেখানে আগের থেকেই হাজার হাজার মানুষ জড়ো হতে থাকেন। এসময় তাদের অনেকের হাতে ছিলো কুদস ফোর্স কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানির ছবি। এসময় তারা মরদেহ ঘিরে বুক চাপড়ে মাতম করেন এবং আমেরিকার মৃত্যু চেয়ে স্লোগান দেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভেশনে দেখা যায়, হাজার হাজার শোকাহত মানুষ কালো কাপড় পরিধান করে জেনারেল সোলায়মানির মরদেহবাহী গাড়িটি ঘিরে আছেন। তাদের অনেকের হাতেই ছিলো সাদা ও লাল রঙের পতাকা, যেটি শহীদের রক্ত বোঝাতে ব্যবহত হয়। (সোমবার) তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে জেনারেল সোলায়মানির জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে, যেখানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেনী ইমামতি করবেন।

এরপর ইরানের বিভিন্ন শহরে কয়েক দফা জেনারেল সোলায়মানির জানাজা অনুষ্ঠিত হবার পর পূর্বনিধারিত ওসিয়ত অনুযায়ী নিজ শহর কেরমানে দাফন করা হবে তাকে। এর আগে শনিবার ইরাকের বাগদাদ, কারবালা, নাজাফ সহ আরো কয়েকটি শহরে জেনারেল সোলায়মানির জানাজা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়