শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২০, ১১:২৫ দুপুর
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২০, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে, বললেন সেলিমা ইসলাম

শিমুল মাহমুদ: কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অনেক অবনতি হয়েছে বলে জানিয়েছেন তার বড় বোন সেলিমা ইসলাম।

রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে বিকেল তিনটায় তার স্বজনরা হাসপাতালে প্রবেশ করে।

সেলিমা ইসলাম বলেন, সরকার খালেদা জিয়াকে জামিন না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তার যে চিকিৎসা দরকার এখানে সে চিকিৎসা হচ্ছে না। চিকিৎসা না হলে কেমন করে বাঁচবেন?

তিনি আরও বলেন, তার স্বাস্থ্য আগের চাইতে আরো অনেক বেশি অবনতি হয়েছে। সেদিন যখন দেখলাম তখন তার ডায়াবেটিকসের লেভেল ছিল ১৫ তে। আজকে দেখলাম ১৮ তে। হাত সোজা করতে পারছে না। তার হাত বাঁকা হয়ে গেছে। হাতের আঙ্গুলগুলো বাঁকা হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা। সম্প্রতি তার দুই হাটু অপারেশন করা হয়েছে। ব্যথায় হাঁটু ফুলে গেছে।সে পা ফেলতে পারছে না।

সাক্ষাতে স্বজনদের মধ্যে ছিলেন, খালেদা জিয়ার বোন বেগম সেলিমা ইসলাম, ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা সিঁথি, মেয়ে জাহিয়া রহমান। এছাড়া অন্যনরা হলেন, খালেদা জিয়ার সম্পর্কে নাতি সামিন ইসলাম, রাখিন ইসলাম,নাতনী আরিফা ইসলকম প্রমুখ।

জামিনের ব্যাপারে বেগম জিয়ার সাথে স্বজনদের কোনো কোনো কথা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, সেদিন তো জামিন দিলো না, তো এই বিষয়ে কি বলবো। তিনি জানান, বেগম জিয়ার কথা বলতে কষ্ট হচ্ছে তিনি কিছু খাচ্ছেন না। খেলেও তা বমি করে ফেলে দিচ্ছে।ডাক্তার আজকে বোধহয় এসেছিলো তারা ওষুধ দিয়েছেন।কিন্তু সে ওষুধে কাজ হচ্ছে না। তার উন্নত চিকিৎসার দরকার।

খালেদা জিয়ার সাথে সাক্ষাতের অনুমতি পেতে বারবার বিলম্ব হচ্ছে অভিযোগ করে সেলিমা ইসলাম বলেন, আমরা তো অনুমতি পাই না। আজকে একমাস হলো অনেক বলার পরে অনুমতি দিয়েছে।এক মাস, দেড় মাস হয়ে যায় কোনো অনুমতি দেয় না।

উন্নত চিকিৎসার বিষয়ে বেগম জিয়া কোন কিছু বলেছেন কিনা জানতে চাইলে, সাংবাদিকদের বলেন, তিনি অসুস্থ তিনি তো উন্নত চিকিৎসা চাইবেনই। তার সুস্থ হওয়ার জন্য উন্নত চিকিৎসা খুবই জরুরি।

বেগম জিয়া জনগণের উদ্দেশ্যে কোনো মেসেজ দিয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, ম্যাডাম আপনাদের ও দেশের সকল জনগনের কাছে দোয়া চেয়েছেন।

এ সময় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়