শিরোনাম
◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের  ◈ হলমার্ক মামলায় তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন ◈ ভোরে গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ২০ ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ রেস্তোরাঁ মালিক সমিতির অভিযোগ, দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজউক

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২০, ০৭:০১ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২০, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাব প্রত্যাখ্যান করলো পাকিস্তান

শিউলী আক্তার : আইসিসির নির্ধারিত ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী, পাকিস্তান সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। কিন্তু দীর্ঘ সময় পাকিস্তানে অবস্থান করতে নারাজ বাংলাদেশের কোচ-ক্রিকেটারদের বেশিরভাগই। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথমে প্রস্তাব দিয়েছিলো টেস্টের বদলে শুধু টি-টোয়েন্টি সিরিজই হোক পাকিস্তানে, টেস্ট হোক নিরপেক্ষ ভেন্যুতে। কিন্তু বাংলাদেশের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিটিআইকে দেয়া এক সাক্ষাতকারে বাংলাদেশের প্রস্তাব প্রত্যাখ্যানের কথা জানান পিসিবির এক কর্মকর্তা।

গত মাসে শ্রীলঙ্কাকে আতিথেয়তা দিয়ে টেস্ট ফেরানো পাকিস্তান এমন প্রস্তাবে সায় দেয়নি। তারা সাফ জানিয়ে দিয়েছে- নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলার কোনো সুযোগই নেই। এরপর বাংলাদেশ জানায়, টি-টোয়েন্টি সিরিজ খেলার পর টেস্ট সিরিজের বিষয়ে সিদ্ধান্ত জানাবে বিসিবি। কিন্তু বাংলাদেশের এমন প্রস্তাবে সফরের ভবিষ্যৎই পড়ে যায় হুমকির মুখে।

এরপর বাংলাদেশ পাকিস্তানে দুটির পরিবর্তে একটি টেস্ট খেলার প্রস্তাব জানায়। সেক্ষেত্রে আরেকটি টেস্ট ঢাকায় অনুষ্ঠিত হতো। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিসিবির এই প্রস্তাবও নাকচ করে দিয়েছে। বোর্ডটি সাফ জানিয়েছে- পাকিস্তানের হোম টেস্ট দুটির একটিও পাকিস্তান ব্যতীত অন্য কোথাও আয়োজনের সুযোগ নেই।

পিটিআইকে পিসিবির এক কর্মকর্তা বলেন, ‘এটা অবাক করার মতো যে বিসিবি চাইছে একটি টেস্ট বাংলাদেশে ফিরে খেলতে। নিজেদের মধ্যেই একটি টেস্ট পাকিস্তান ও আরেকটি বাংলাদেশে আয়োজনের প্রস্তাব নাকচ করে দেয়া হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়