শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২০, ০৫:৩৫ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২০, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রলীগ আমার প্রথম প্রেম, আমার অহংকার ও গৌরবের ঠিকানা

 

পীর হাবিবুর রহমান : ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস স্বাধীনতার ইতিহাসÑ এই নির্মোহ সত্যটি উচ্চারণ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি তিনি পৃথিবীর রাজনৈতিক ইতিহাসের এই গৌরবময় ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলি হলে, বাঙালির স্বাধীনতা অর্জনের লক্ষ্যে। ছাত্রলীগের সেই লক্ষ্য অর্জনের ইতিহাস মহান ত্যাগের, রক্ত দানের ও বীরত্বের। কতো জাতীয় বীর ও জাতির শ্রেষ্ঠ সন্তানকে জন্ম দিয়েছে এই ছাত্রলীগ, যা মহাকালের ইতিহাসে লেখা হবে একদিন। পাকিস্তানি শাসকদের শাসন শোষণের বিরুদ্ধে দীর্ঘ লড়াই-সংগ্রামে বিসুভিয়াসের মতো জ্বলে উঠেছে। লক্ষ্য অর্জনে নিরন্তর আগুনের মতো জ্বলেছে। ৫২ থেকে ৫৪ হয়ে ৫৮’র আইয়ুবের সামরিক শাসনবিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা, ৬৬’র ৬ দফা ৬৯’র গণঅভ্যুত্থান হয়ে বঙ্গবন্ধুর নির্দেশে ৭১’র উত্তাল মার্চে জাতিকে এক মোহনায় মিলিত করতে অনবদ্য ভূমিকা রেখেছে। স্বাধীনতার ইশতেহার পাঠ থেকে স্বাধীন বাংলার পতাকা উড়িয়েছে। মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে তার ইতিহাস রক্তে লেখা আত্মদানের ইতিহাস। মুজিব বাহিনীর যুদ্ধ জয়ের ইতিহাস।

বঙ্গবন্ধু হত্যাকা-ের পর সামরিক শাসনকবলিত বাংলাদেশে গণতন্ত্রের লড়াইয়ে রক্ত শপথে শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়িয়েছে। লড়েছে নেতৃত্বে বীরত্বে ত্যাগে জ্বলে উঠেছে। ছাত্রলীগ আমার প্রথম প্রেম, আমার অহংকার ও গৌরবের ঠিকানা। এখানে পুরো শিক্ষা জীবনে দিয়েছি যতো, আহরণ করেছি তার চেয়ে বেশি। এখানেই জাতির মহান নেতা বঙ্গবন্ধুর আদর্শ গভীর দেশপ্রেম ও অন্যায়ের বিরুদ্ধে দ্রোহের পাঠ দিয়েছে আমায়। আমার সকল সাহসের নাম তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একালের ছাত্রলীগের ব্যর্থ নেতৃত্ব ও একাংশের আদর্শহীন রাজনীতি দিয়ে ইতিহাস ছাত্রলীগের মূল্যায়ন করবে না। সাম্প্রতিককালের আদর্শহীন দেউলিয়া রাজনীতির অশুভ ছায়া ছাত্ররাজনীতিকে কলুষিত করেছে, যার প্রভাব ছাত্রলীগের উপরও পড়েছে।

ছাত্রলীগের নেতাকর্মীদেরই আত্মসমালোচনা আত্মসংযম ও আত্মশুদ্ধির মাধ্যমে আদর্শিক ঐতিহ্য ও গৌরবের উত্তরাধিকারিত্বের ধারায় ফিরে আসার তাগিদ সময়ের। ছাত্রলীগ অন্যায় অপকর্ম করতে পারে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের নাম ছাত্রলীগ। বঙ্গবন্ধুর মহান দেশপ্রেম ও মানব কল্যাণের আদর্শিক রাজনীতির সাহসের নাম ছাত্রলীগ। আজ ছাত্রলীগের জন্মদিনে আয়নায় নিজেদের দেখে মূল্যায়ন করার দিন। জন্মলগ্ন থেকে যারা সারাদেশে ছাত্রলীগের আদর্শিক রাজনীতির পতাকা বহন করে জীবন দিয়েছেন, ইন্তেকাল করেছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা। যারা জীবিত আছেন দেশ-বিদেশে তাদের শুভেচ্ছা। যারা বীরত্বের ভূমিকা রেখেছেন তাদের অভিবাদন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়