শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২০, ০৫:৩৫ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২০, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিটি ম্যাচে মাঠে নামার আগে ‘আয়াতুল কুরসি’ পড়েন হামজা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশি বংশোদ্ভুত ইংলিশ ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বরাবর ধর্মভীরু। বাংলাদেশের হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট এলাকার সম্ভ্রান্ত দেওয়ান পরিবারের এই ছেলে প্রতিটি ম্যাচে মাঠে নামার আগে আয়াতুল কুরসি পড়েন। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি।

হামজার মা বাংলাদেশি। কিন্তু বাবা জ্যামাইকান। তবে জন্ম হয়েছে ইংল্যান্ডে। থাকেনও এখন ইংল্যান্ডেই। তিনি খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে। তবে এসব কথাগুলো এখন সম্পূর্ণই পুরনো।

বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার সম্প্রতি মাঠের পারফম্যান্স দিয়ে আলোচনায় এসেছেন। নতুন বছরের শুরুতে প্রিমিয়ার লিগে গোল পেলেন তিনি। লেস্টারের হয়ে তিন বছরের ক্যারিয়ারে এটি তার প্রথম গোল।

লেস্টার সিটির সিনিয়র দলে ২০১৭-১৮ মৌসুমে প্রথম সুযোগ পান হামজা। দলে খেলেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে।

বর্তমানে মায়ের সঙ্গে মিড ইস্টল্যান্ডে থাকেন হামজা। হামজা ব্রিটিশ হলেও বাংলাদেশিদের মতো অনর্গল বাংলায় কথা বলতে পারেন। তার মা তাকে বাংলাদেশের পরিবেশে বড় করেছেন।

হামজার ভাষ্যমতে, ২০ বারের বেশি বাংলাদেশে আসা হয়েছে তার। সর্বশেষ এসেছেন চার বছর আগে। পেশাদার ফুটবলে যুক্ত হওয়ার পূর্বে।
হামজা মুসলিম ধর্ম অনুসারী। নিয়মিত পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরিফ পাঠ করেন। বিবিসিকে এক সাক্ষাৎকারে হামজা জানিয়েছিলেন, প্রতিটি ম্যাচে মাঠে নামার আগে ‘আয়াতুল কুরসি’ পাঠ করে নামেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়