শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২০, ০৬:২৮ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২০, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাসড়ক আটকে কাটা হলো ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক

আমাদেরসময় : বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়ক আটকে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মহাসড়কের ওপরেই কাটা হয়েছে ৪০ পাউন্ডের কেক। এতে আধা ঘণ্টা মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে হাজার হাজার মানুষকে ভোগান্তি ও দুর্ভোগ পোহাতে হয়। গৌরনদী পৌর ও কলেজ ছাত্রলীগের একাংশের উদ্যোগে আজ শনিবার বেলা ১১টায় এ আয়োজন করা হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বেলা ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর গয়নাঘাটা ব্রিজের নিচে মহাসড়কের ওপর পাঁচ থেকে ছয় হাজার নেতাকর্মী জড়ো হয়ে সমাবেশ করেন। সরকারি গৌরনদী কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মাহমুদ, কলেজ ছাত্রলীগের সভাপতি সাখাওয়াৎ হোসেন ও পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফার নেতৃত্বে এ সমাবেশ করা হয়। এ সময় নেতাকর্মীরা রাস্তার ওপরেই ৪০ পাউন্ড ওজনের একটি কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। এতে মহাসড়কের দুই পাশে দূরপাল্লার যানবাহনসহ শত শত যানবাহন আটকা পরে যানজটের সৃষ্টি হয়। এ সময় প্রায় ৩৫ মিনিট মহাসড়ক আটকে কর্মসূচি পালন শেষে র‌্যালি বের করেন তারা। পরে র‌্যালিটি গৌরনদী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন মাহমুদ ঘটনার বলেন, ‘আমরা মহাসড়কের পাশে লিলা সিনেমা হলের সামনে সমাবেশে ডেকেছি। আট থেকে ১০ হাজার নেতাকর্মী জড়ো হওয়ায় মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে এবং অতি উৎসাহী কিছু নেতাকর্মীরা সেখানে কেক কেটেছে। অনিচ্ছাকৃত দুর্ভোগ সৃষ্টির জন্য পৌর ও কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করেছি।’ সম্পাদনা : তন্নীমা আক্তার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়