শিরোনাম
◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২০, ১২:২৭ দুপুর
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২০, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামালপুরে তীব্র শীতে নষ্ট হচ্ছে বীজতলা

শরিফুল ইসলাম জোকন : তীব্র শীত, ঘন কুয়াশা আর হালকা বৃষ্টিতে জামালপুরে নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা। ঠান্ডায় আক্রান্ত হওয়ায় বেশির ভাগ বীজতলার চারা হলুদ ও লালচে রঙ ধারণ করে মরে যাচ্ছে। এতে বোরো বীজ নিয়ে বিপাকে পড়েছে এ অঞ্চলের কৃষকরা।

স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৩০ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বোরো চাষের লক্ষ্যমাত্রা পূরণের জন্য এবার ৭ হাজার ৫০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হচ্ছে।

জামালপুর পৌর এলাকার রশিদপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়- তীব্র শীত আর ঘণ কুয়াশায় ঠান্ডায় আক্রান্ত হয় এই জায়গার বীজতলা। আক্রান্ত বীজতলার চারা হলুদ ও লালচে রঙ ধারণ করে নষ্ঠ হয়ে যাচ্ছে। কৃষকরা বলছেন, প্রচণ্ড ঠান্ডা আর ঘন কুয়াশার কারণে বীজতলা কুকড়া লেগে যাচ্ছে।

রশিদপুর এলাকার কৃষক আনোয়ার হোসেন বলেন- অতিরিক্ত শীতের কারণে জালাগুলো নষ্ট হয়ে গেছে। এই জালাগুলো পরবর্তীতে লাগানো হলেও। এই জালা থেকে ফসল হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে ।
এই বিষয় নিয়ে জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আমিনুল ইসলাম বলেছেন- কিছু কিছু জায়গায় বীজতলী নষ্ট হলেও বেশীর ভাগ বীজতলা ভাল রয়েছে। শৈত্য প্রবাহ যদি স্থায়ী না হয় তাহলে বোরো আবাদের কোনো সমস্যা হবে না। তবে শৈত প্রবাহ স্থায়ী হলে ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়