শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২০, ১২:০৫ দুপুর
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২০, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমান থেকে দুর্নীতি দূর করতে সিস্টেম ডেভেলপ করা হচ্ছে, জানিয়েছেন মোকাব্বির হোসেন

লাইজুল ইসলাম : শনিবার প্রতিষ্ঠানটির ৪৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন বলেন, বিমানে কর্মরত ৬ হাজার কর্মীর প্রত্যেককে নজরদারিতে আনা সম্ভব নয়। তাদের চোখে চোখে রাখাও কষ্টসাধ্য বিষয়। এর মধ্য দিয়ে বেশ কিছু সফলতাও পাওয়া গেছে।

মোকাব্বির বলেন, একটা সময় বিমানবন্দরের ভেতর থেকে বিমানের গাড়ি বের হতো। সেসব গাড়িতে করে যন্ত্রাংশ চুরি করা হতো বলেও অভিযোগ রয়েছে। এখন আর কোনো গাড়ি ভেতর থেকে বের হতে পারে না। তেল নেয়া ও রক্ষনাবেক্ষণ সম্পূর্ণটাই বিমানবন্দরের ভেতরে করা হয়। তাই যন্ত্রাংশ চুরি হচ্ছে না।

ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, দুর্নীতির দায়ে ঢাকা ও চট্টগ্রাম থেকে গত চার মাসে চারজনকে চাকরি থেকে বাদ দেয়া হয়েছে। এমন ঘটনা ধরা পড়লেই চাকরি থেকে বিদায় জানানো হবে। তিনি বলেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে তারা এখন আর চাকরিতে নেই। দুর্নীতির দায়ে যাদের চাকরি গেছে তাদের চাকরি ফেরত পাওয়ারও আর কোনো সুযোগ নেই।

মোকাব্বির বলেন, যারা সোনা চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে হবে। এদের খুঁজে বের করা আমাদের দ্বারা সম্ভব নয়। ধরা পড়লে অবশ্যই বিমান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। সম্পাদনা : ভিক্টর কে. রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়