শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২০, ১১:৪৩ দুপুর
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২০, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডার শতাধিক সর্বোচ্চ বেতনের সিইও কর্মীদের চেয়ে ২২৭ গুণ বেশি বেতন পান

রাশিদ রিয়াজ :  গড়ে কানাডার করপোরেট এলিট কর্মকর্তারা ১১.৮ মিলিয়ন ডলার বা ১ কোটি ডলারেরও বেশি বেতন পেয়েছেন ২০১৮ সালে। এর দুই বছর আগে তাদের গড় বেতন ছিল ১০.৪ মিলিয়ন ডলার। গত বছরে তাদের বেতনের পরিমান এখনো জানা না গেলেও তা বেড়েছে বৈ কমেনি। এই ১শ সিইও’র মধ্যে মাত্র ৪ জন হচ্ছেন নারী। এ পরিসংখ্যান করেছে কানাডিয়ান সেন্টার ফর পলিসি অল্টারনেটিভস (সিসিপিএ) নামের একটি প্রতিষ্ঠান এবং এর সিনিয়র অর্থনীতিবিদ ডেভিড ম্যাকডোনাল্ড বলেছেন গত ১৩ বছর ধরে কর্মীদের তুলনায় এত ব্যাপক হারে সিইও’দের বেতন তুলতে দেখছি। এ বৈষম্য ভেঙ্গে দিতে হলে একজন সিইও’র বেতন বছরে ৬০ লাখ ডলারের বেশি দেয়া যাবে না। স্ট্রেইট ডট কম

পরিসংখ্যান আরো বলছে গত ১০ বছর আগেই সিইও’দের বেতনের ব্যাপারে সাবধান হওয়া উচিত ছিল। শতকরা ৮০ ভাগ সিইও’দের বেতন কর্মীদের তুলনায় এত বেশি ফারাক হয়ে যায় কোম্পানিগুলোর শেয়ারমূল্য থেকে বোনাস প্রাপ্তির কারণে। ২০১৮ সালে সিইও হিসেবে সবচেয়ে বেশি বেতন পান ব্লাকবেরির জন চেন। যিনি ১৪ কোটি ২০ লাখ ডলার বেতন ছাড়াও শেয়ার বোনাস বাবদ আরো ১৩ কোটি ৭৭ লাখ ডলার পান। এরপর হাডসন বে’র হেলেনা ফকস যিনি বেতন ও অন্যান্য সুবিধা মিলে পান ৫ কোটি ৪৭ লাখ ডলার। ৪ লাখ ২১ হাজার ১০৩ ডলার বেতন হলেও অন্যান্য সুবিধা মিলে ম্যাগনা ইন্টারন্যাশনালের সিইও ডোনাল্ড জে ওয়াকার ঘরে তুলেছেন ২ কোটি ৬০ লাখ ডলার। আর টেলাস করপোরেশনের সিইও ড্যারেন এনটুইস্টল পেয়েছেন মোট ১ কোটি ২৬ লাখ ডলার। কানাডা সরকারকে তাই সিইও’দের আয়ের ওপর আরো বেশি করে কর আরোপ করতে পরামর্শ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়