শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২০, ১০:০৫ দুপুর
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২০, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্সে ছুরিকাঘাতে ১ জনের মৃত্যু, হামলাকারী নিহত

আপেল মাহমুদ: ফ্রান্সের প্যারিসের নিকটবর্তী ভিলেজুফ শহরে বেশ কয়েকজনকে ছুরিকাঘাত করেছে এক বিক্ষোভকারী। এতে নিহত হয়েছেন ১জন ও আহত হয়েছেন আরও ৩ জন। যাদের মধ্যে দু'জনের আঘাত গুরুতর। পুলিশের গুলিতে নিহত হয়েছেন আক্রমণকারী। বিবিসি

এই হামলা সন্ত্রাসবাদী কোন গোষ্ঠী করেছে কিনা তা পুলিশের পক্ষ থেকে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। তবে আক্রমণকারী বিস্ফোরক বোঝাই জ্যাকেট পরে ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

শুক্রবারের দিন স্কুলের ছুটি থাকায় হাউতেস-বুয়েরিস পার্কে ভিড় করেছিল অনেকে। ভিড়ের মধ্যে পার্কে এই হামলার ঘটনা ঘটে। পার্কে প্রবেশের আগে বেশ কয়েকজনকে ছুরিবিদ্ধ করে হামলাকারী।

হামলা হওয়ার পর থেকে গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তারক্ষী বাহিনী। স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তদন্তকারীদের ধারণা, এ দিনের হামলার ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। যে কারণে পুলিশের পক্ষ থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে। ভিলেজুফ শহরের মেয়র ভিনসেন্ট জিয়ানব্রান জানিয়েছেন, পুরো ঘটনায় সাধারণ মানুষ হতভম্ভ এবং আতঙ্কিত। যে কোনও সময় যে কোনও স্থানে এমন ঘটনা ঘটতে পারে বলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পদক্ষেপ গ্রহণ করায় সাধারণ জনগন পুলিশের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। সম্পাদনা: রাশিদুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়