শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২০, ০৯:৪৯ সকাল
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২০, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৯ বছরে পদার্পণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নতুন রুটে ঘুড়ে দাঁড়ানো স্বপ্ন

লাইজুল ইসলাম : শনিবার (৪ জানুয়ারি) বিমানের ৪৮তম জন্মদিন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, ডে কেয়ার উদ্বোধন ও কেক কেটে উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেনসহ উর্দ্ধতন কর্মকর্তারা।

কেক কাটার আগের বিমানের কর্মকতা মোকাব্বির বলেন, বিমানের কর্মকর্তারা এখন নিজে থেকে কাজ করে। আগামী দিনগুলোতে যাতে এগিয়ে যেতে পারে সেজন্য সবাই একত্রিত হয়ে কাজ করছে। এরপর পর কেক কাটা হয়।

জন্মদিন উপলক্ষে সংবাদ সম্মেলনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিইও মোকাব্বির হোসেন জানান, বিমান নতুন নতুন রুটের সন্ধ্যান করছে। এক সময় মাত্র ১৫টি রুটে বিমান চলাচল করতো। তার মধ্যে ব্যবসায়ীর ক্ষতির কারণে বন্ধও করে দিতে হয়েছে বেশ কয়েকটি রুট কিন্তু এখন আমাদের সক্ষমতা বেড়েছে। সামনের দিনগুলোতে নতুন রুটে বিমান যাত্রী পরিবহন করবে।

তিনি বলেন, নতুন এসব রুট বিমানের জন্য লাভের সুযোগ সৃষ্টি করবে। ঢাকা চীনের গুয়াংজু রুটে আমরা ফ্লাইট চালু করতে কাজ করছি। ঢাকা নিউইয়র্ক রুটেও বিমানের ফ্লাইট চালু করা হবে। অভ্যন্তরীণ রুটেও চালু করা হবে বিমানের অতিরিক্ত ফ্লাইট। ড্যাশ ৮ জুনের মধ্যে বিমানবহরে যুক্ত হবে। এরপরই অভ্যন্তরীন রুটেও বিমানের ফ্লাইট সংখ্যা বাড়নো হবে।

এরপর প্রশ্নোত্তর পর্বে বিমানের সিইও বলেন, গত চারমাসে ৪জন বিমানকর্মীকে বিদায় দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিমানের ভেতর থেকে দুর্নিতি বিদায় করা সম্ভব না। ৬ হাজার কর্মী কাজ করে বিমান বাংলাদেশে এয়ারলাইন্সে। তাদের সবাইকে জনে জনে দেখে রাখা সম্ভব নয়। তাই দুর্নীতি যাতে না হয় সেজন্য আমরা সিসটেম ডেভোলপ করছি। এছাড়া কোনো ভাবেই সম্ভব না।

মোকাব্বির বলেন, কয়েকদিন আগে যে সোনা চোরাচালানের কনসাইনমেন্ট ধরা পরেছে তা বিমানের নয়। পুলিশ অফিসে এসেছিলো। তাদের মতো তারা তদন্ত করবে। প্রমাণ পেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিবে পুলিশ। বিমানের বিরুদ্ধে থানায় যে মামলা হয়েছে তা আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আমরা শুনতে পেয়েছি। আমাদের কাছে অভিযো্গ নিয়ে আসলে ব্যবস্থা নিবো।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, একজনের দ্বারা কোনোভাবেই দুর্নীতি ও দুষ্কৃতিকারীদের খুঁজে বের করা সম্ভব না। এই কাজ আমরা কেউ পারবো না। এটি করতে হলে অবশ্যই তদন্ত সংস্থাকেই করতে হবে। আমরা শুধু সিসটেম আপডেট করতে সক্ষম।

তিনি বলেন, বিমানের যন্ত্রাংশ আগে চুরি হতো। বিমানবন্দর থেকে আর কোনো গাড়ি এখন বের হতে পারে না। তাই এই ভাবে চুরির ঘটনাও কমেছে।

তিনি বলেন, চীনের গুয়াংজু ও নিউইয়র্ক ফ্লাইট নিয়ে আমাদের কিছু সমস্যা চলছে। চীন সরকার পার্মিশন দিলেও গুয়াংজু প্রদেশের অনুমতি পাওয়া যায়নি। তাই বিমান সেখানে ফ্লাইট পরিচালনা করতে পারছে না। আর নিউইয়র্ক ফ্লাইটের জন্য যেসব নিয়ম ও ক্যাটাগরি প্রয়োজন তা ইন্সপেকশনের পর পাওয়া যাবে। এরপর অনুমতি পেলে ফ্লাইট চলাচল করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়