শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২০, ০৮:৩৬ সকাল
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২০, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্লেষকদের মতে, সোলেইমানি হত্যার পর যুদ্ধ হবে না, মধ্যপ্রাচ্যে বাড়বে আঞ্চলিক দ্বন্দ্ব

দেবদুলাল মুন্না: ইরানের সোলাইমানিকে হত্যার পর তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মারান্ডি এবিসি টিভিকে বলেন, ‘ বড়োরকমের যুদ্ধ লাগবে না। হামলা পাল্টা হামলা হতে পারে কিছুদিন। তবে ইরান এক ‘বীর’কে হারানোর ফলে হতাশা কাজ করবে জাতির মধ্যে। কয়েকটি মুসলিম দেশ খুশি। তাদের সাথে ইরানের সম্পর্ক আরও খারাপ হবে। আমেরিকার সঙ্গে আর সমঝোতার সুযোগ থাকল না।’

মধ্যপ্রাচ্য ভিত্তিক আইডেন্টিটি নিউজের সাংবাদিক নানিসে মুহাম্মদ মনে করেন,সোলাইমানিকে হত্যা ঘটনাকে সৌদি আরবের সবচেয়ে বড় তেলক্ষেত্রে হামলার ঘটনার প্রতিশোধ হিসেবেই কল্পনা করে আপাতত তৃপ্ত হবে তারা। তবে হুথি গোষ্ঠী ইয়েমেন ও সীমান্ত এলাকায় সৌদি আরবকে নাস্তানাবুদ করে ছাড়ছে। সস্প্রতি তাদের বেশ কয়েকটি হামলা অন্তত সেটাই প্রমাণ করে।

আলজাজিরার সাংবাদিক ওসামা বিন জাভেদ মনে করেন ‘ এ হত্যায় ইরাকের খুশি হওয়ার কিছু নেই। কারণ ইরাককেও দাসে পরিণত করবে আমেরিকা।’

বিবিসির মধ্যপ্রাচ্য বিশ্লেষক জেরেমি বোয়েন বলেন, যুদ্ধ হবে না। সবচেয়ে বড় সুযোগ নেবে আইএস জঙ্গিরা। আর সরাসরি ক্ষতির মুখে পড়বে লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের হামাস।
গার্ডিয়ানের সাংবাদিক জুলিয়ান বার্গার মনে করেন, তেলের দাম বাড়ার সাথে সাথে এরই মধ্যে বেশ কিছু দেশের শেয়ার বাজারে ধস নামতে শুরু করেছে।মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের চালানো ছদ্মযুদ্ধে ভাটা পড়বে। ওই অঞ্চলে ইরানি প্রভাব কমবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়