শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২০, ০৭:৩৫ সকাল
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২০, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ড অনুষ্ঠান ৫ জানুয়ারি

ইমরুল শাহেদ : ৭৭তম গোল্ডেন গ্লোব পুরস্কার অনুষ্ঠান আগামী ৫ জানুয়ারি এনবিসি টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস থেকে। অনুষ্ঠানটি যৌথভাবে প্রযোজনা করছে ডিক ক্লার্ক প্রোডাকশনস ও এইচএফপিএ। যুক্তরাষ্ট্রে এই অনুষ্ঠানটি এনবিসি টেলিভিশনে সরাসরি সম্প্রচার হবে। পঞ্চম বারের মতো এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন রিকি গারভেইস। গোল্ডেন গ্লোব অনুষ্ঠানের যারা মনোনয়ন পেয়েছেন তাদের নাম ২০১৯ সালের ৯ ডিসেম্বর ঘোষণা করা হয়েছে।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রে নির্মিত ছবিগুলোর মধ্যে ১৮টি ছবি মনোনয়ন তালিকায় রয়েছে। ছবিগুলোর মধ্যে রয়েছে ম্যারিজ স্টরি, দি আইরিশম্যান, ওয়ান্স আপ-ওন এ টাইম ইন হলিউড, জোকার, দি টু পোপস, ১৯১৭, নাইভস আউট, প্যারাসাইট, রকেটম্যান, বম্বসেল, ডলেমাইট ইজ মাই নেইম, দি ফেয়ারওয়েল, ফ্রোজেন টু, হ্যারিয়েট, জোজো র‌্যাবিট, দি লায়ন কিং, লিটল ওম্যান এবং পেইন এ্যান্ড গ্লোবারি। এর মধ্যে তিন ধরনের চলচ্চিত্র রয়েছে। নাট্যাপদান সমৃদ্ধ চলচ্চিত্রকে রাখা হয়েছে প্রথম সারিতে। দ্বিতীয় সারিতে রয়েছে মিউজিক্যাল ও কমেডি ধাঁচের ছবি। এই ত্রিধারার ছবিতে ১০ নায়ক ও ১০ নায়িকা মনোনয়ন পেয়েছে।

পার্শ¦চরিত্রের অভিনেতা ও অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন ১০ জন। এছাড়া, রয়েছেন শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক এবং শ্রেষ্ঠ গায়ক-গায়িকা। পাঁচটি অ্যানিমেটেড এবং পাঁচটি বিদেশি ভাষার ছবিও মনোনয়ন তালিকায় রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়