শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২০, ০৬:১১ সকাল
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২০, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তালিকায় নাম না থাকায় নাখোশ ওসি, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি

ইসমাঈল হুসাইন ইমু : ন্যায়বিচার ও পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন কক্সবাজারের মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর। সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য এবার পুলিশ সপ্তাহে ১১৮ জন পুলিশ সদস্যকে বিপিএম-পিপিএম পদক দেয়া হবে। এজন্য যে চূড়ান্ত তালিকা করা হয়েছে তাতে নিজের নাম না দেখে নাখোশ প্রভাষ চন্দ্র।

স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে ওসি প্রভাষ চন্দ্র ধর সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের কথা উল্লেখ করে অবৈধ অস্ত্র উদ্ধার ও জলদস্যু আত্মসমর্পণে তার ভূমিকার কথা তুলে ধরেন।

আবেদনে প্রভাষ চন্দ্র লিখেছেন, গত ২৩ নভেম্বর মহেশখালীর কালারমারছড়ায় পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে অস্ত্রের কারিগরসহ ৯৬ জন ডাকাত আত্মসমর্পণ করেছেন। এ সময় তারা ২০৮টি আগ্নেয়াস্ত্র, ৪৩০টি গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম জমা দিয়েছেন। এ ঘটনায় মহেশখালী থানায় ৩৬টি মামলা করা হয়। আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপিসহ স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওসি আরো জানান, আমি জীবনের ঝুঁকি নিয়ে জলদস্যুদের আত্মসমর্পণে বাধ্য করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সুপার ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির পক্ষ থেকে আমার নাম পুরস্কারের জন্য প্রেরণ করা হয়েছিল। কিন্তু সেটি কেন্দ্র থেকে বাদ পড়ে। আমার প্রত্যাশা, আমার অবদানের স্বীকৃতি দেয়া হবে।

পুলিশ সদর দফতর জানায়, যোগ্য সদস্যদের যাচাই-বাছাই করেই চূড়ান্ত হয়েছে তালিকা। এ সংক্রান্ত একটি গেজেটও প্রকাশ করা হবে। প্রশংসনীয় ও ভালো কাজের নিদর্শনস্বরূপ আইজিপি ব্যাচে ভূষিত হচ্ছেন পুলিশের ৫৯৫ সদস্য। ছয়টি বিশেষ ক্যাটাগরিতে এ সম্মাননা দেয়া হবে পুলিশ সপ্তাহের শেষদিকে। মনোনীতদের মধ্যে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদা থেকে শুরু করে কনস্টেবল পর্যায়ের সদস্য রয়েছেন। আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ৫৯৫ জন সদস্যকে এই ব্যাজ পরিয়ে দেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়